মন্দার কারণে দক্ষিণ কোরিয়ায় বিয়ের হার কমছে

অর্থনৈতিক মন্দার কারণে গত বছর দক্ষিণ কোরিয়ায় একদিকে বিবাহবিচ্ছেদের ঘটনা বেড়েছে, অন্যদিকে কমসংখ্যক লোক বিয়ে করছে। এতে দেশটিতে জন্মহার আরও হ্রাসের আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ কোরিয়ায় ইতিমধ্যেই জন্মহার হ্রাস পেয়েছে। সোমবার কোরিয়ার পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত আগের বছরের তুলনায় বিয়ের ঘটনা ৫ দশমিক ৪ শতাংশ কমেছে। গত বছর দেশটিতে দুই লাখ ৭৩ হাজার ৬০০টি বিয়ে হয়। অন্যদিকে, একই সময় আগের বছরের তুলনায় বিবাহবিচ্ছেদ ৯ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে এক লাখ ১৫ হাজার ৮০০। এতে আরও বলা হয়েছে, আগের বছরের তুলনায় গত বছরের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে শিশু জন্মহার ৪ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে চার লাখ ১৪ হাজার ১০০ জনে। কোরিয়ার একজন কর্মকর্তা বলেন, ‘অর্থনৈতিক মন্দার কারণে চাকরি পাওয়া কঠিন হয়ে পড়েছে। এ কারণে বেশি বিবাহবিচ্ছেদ ও কম বিয়ে হচ্ছে।

No comments

Powered by Blogger.