ভিনগ্রহে প্রাণের সন্ধান পাওয়ার সম্ভাবনা এখন অনেক বেশি

পৃথিবীর বাইরে প্রাণের সন্ধান পাওয়ার সম্ভাবনা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি বলে দাবি করেছেন ব্রিটেনের শীর্ষ একজন জ্যোতির্বিদ। রয়াল সোসাইটি অ্যান্ড অ্যাস্ট্রনোমার রয়ালের সভাপতি লর্ড রিস বলেছেন, ‘এ ধরনের কোনো কিছু আবিষ্কৃত হলে তা আমাদের দৃষ্টিভঙ্গি এবং আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের ইতিহাস বদলে দেবে।’ গতকাল সোমবার লন্ডনে আয়োজিত ‘ভিনগ্রহে প্রাণের সম্ভাবনা’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
লর্ড রিস বলেন, ‘ভিনগ্রহে প্রাণের সন্ধান পাওয়া গেলে নিজেদের সম্পর্কে এবং বিশ্বজগত্ সম্পর্কে আমাদের ধারণা পাল্টে যাবে। প্রযুক্তি এখন অনেক উন্নত হয়েছে। আর এ কারণেই প্রথমবারের মতো পৃথিবীর মতো কোনো গ্রহের সন্ধান পাওয়ার ব্যাপারে সত্যিকারের আশাবাদী হয়ে উঠতে পারি।’
বিজ্ঞানীরা ৫০ বছর ধরে ভিনগ্রহে প্রাণের সন্ধানে মহাকাশ চষে বেড়াচ্ছেন উন্নত কোনো প্রাণীর বেতারসংকেত পাওয়ার প্রত্যাশায়। এখন পর্যন্ত এ ব্যাপারে তেমন কোনো অগ্রগতি হয়নি। তবে সম্প্রতি যেসব নভোদূরবীক্ষণ যন্ত্র বসানো হয়েছে, সেগুলো বহুদূরের নক্ষত্রমণ্ডলেও পৃথিবীর মতো গ্রহ শনাক্ত করতে পারবে।
লর্ড রিস বলেন, ‘পৃথিবীর মতো গ্রহের কোনো ছবি পাওয়াও একটি বড় সাফল্য। পৃথিবীর বাইরে আমরা কোনো প্রাণের সন্ধান পেলে তা হবে ২১ শতকের অন্যতম বড় আবিষ্কার। আমার ধারণা, মহাবিশ্বের অন্য কোথাও প্রাণের অস্তিত্ব রয়েছে এবং তাদের বুদ্ধিমত্তা হয়তো আমাদের কল্পনাসীমার বাইরে।

No comments

Powered by Blogger.