নাইজেরিয়ার সহিংসতা কবলিত শহরে কারফিউ আরও শিথিল

মধ্য নাইজেরিয়া কর্তৃপক্ষ গতকাল সোমবার জানিয়েছে, যশ শহরে জারি করা কারফিউ আরও শিথিল করা হয়েছে। মুসলিম-খ্রিষ্টান সহিংসতায় প্রায় ৫০০ লোক নিহত হওয়ার পর সেখানে কারফিউ করা হয়েছিল। কর্তৃপক্ষ দাবি করেছে, শহরে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে।
সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল গালাডিমা শেকারি বলেন, যশ শহর ও আশপাশের জেলাগুলোতে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসার প্রেক্ষাপটে কারফিউ আরও শিথিল করা হয়েছে। কারফিউ মেনে চলার জন্য যশ ও আশপাশের জেলাগুলোর আদিবাসীদের পরামর্শ দিয়েছেন তিনি।
মুসলিম-খ্রিষ্টান রক্তক্ষয়ী সহিংসতার কারণে গত মঙ্গলবার সেখানে কারফিউ জারি করা হয়। পরের দিন কারফিউ কিছুটা শিথিল করা হয়।
রেডিও নাইজেরিয়ায় বলা হয়, যশ ও আশপাশের জেলাগুলোর নিরাপত্তা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসার প্রেক্ষাপটে গত রোববার রাতে প্লাটেড রাজ্য সরকারের নিরাপত্তা পরিষদের বৈঠকে কারফিউ আরও পাঁচ ঘণ্টা শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

No comments

Powered by Blogger.