সোনালী ব্যাংক ও মাইডাস ফাইন্যান্স ঋণচুক্তি করেছে

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের সহযোগিতা ও নতুন উদ্যোক্তাদের উত্সাহিত করার লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেডের সঙ্গে সম্প্রতি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের একটি ঋণচুক্তি হয়েছে।
চুক্তি অনুযায়ী এসএমই খাতকে আরও উন্নত ও গতিশীল করতে ক্ষুদ্র শিল্পোদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার লক্ষ্যে সোনালী ব্যাংক মাইডাস ফাইন্যান্সিংয়ের অনুকূলে ৩০ কোটি টাকা ঋণ মঞ্জুর করেছে।
সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস এ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক কাজী ফকরুল ইসলাম, প্রদীপ কুমার দত্ত ও মোস্তাক আহমেদ, মহাব্যবস্থাপক করবী মুজিব ও উপমহাব্যবস্থাপক আবদুল লতিফ এবং মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শফিক-উল-আজম ও কোম্পানি সচিব মো. দীন ইসলাম মিঞা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দেশে নতুন শিল্পোদ্যাক্তা সৃষ্টি ও তাদের উত্সাহ প্রদান এবং এসএমই খাতের সমৃদ্ধি ও প্রসারের মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র তৈরিতে ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হয়।

No comments

Powered by Blogger.