শান্তি আলোচনা শুরু করতে রাজি উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র

কোরীয় যুদ্ধের ভেঙে পড়া সাময়িক যুদ্ধবিরতি চুক্তির জায়গায় একটি স্থায়ী শান্তিচুক্তির জন্য নতুন করে চারপক্ষীয় আলোচনা শুরু করতে রাজি হয়েছে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ এ কথা জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইয়োনহাপ জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিফেন বসওয়ার্থ উত্তর কোরিয়া সফরের পর দুই দেশ শান্তি আলোচনা শুরু করতে রাজি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ কোরিয়ার এক সরকারি কর্মকর্তা জানান, উত্তর কোরিয়াই বিষয়টি চারপক্ষীয় আলোচনা-কাঠামোর আওতায় আলোচনা করার অনুরোধ জানায়।

No comments

Powered by Blogger.