শ্রমিক উত্সবের চূড়ান্ত মঞ্চ মহড়া সম্পন্ন

বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) আয়োজিত শ্রমিক উত্সবের চূড়ান্ত মঞ্চ-মহড়া গতকাল রোববার নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা পৌর মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
বিকেএমইএর উদ্যোগে ১৮ ডিসেম্বর শুক্রবার শহরের ইসদাইরে অবস্থিত ওসমানী স্টেডিয়ামে এই শ্রমিক উত্সব ২০০৯ অনুষ্ঠিত হবে।
উত্সব কমিটির আহ্বায়ক ফজেল শামীম এহসান জানান, গত ১৭ জুন থেকে শ্রমিক উত্সবের প্রাথমিক কাজ শুরু হয়। রোববার চূড়ান্ত মহড়ার মাধ্যমে ২০০ জনকে নির্বাচিত করা হয়েছে। মূল অনুষ্ঠান একটানা সাত ঘণ্টার বেশি সময় ধরে চলবে। উত্সবে আনুমানিক এক লাখ শ্রমিক অংশ নেবেন।
মডেল ডি ক্যাপিটালের শ্রমিক শাহনাজ বিকেএমইএর শ্রমিক উত্সবের কথা জানতে পেরে গান শেখার জন্য স্থানীয় একটি গানের স্কুলে ভর্তি হন। মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদু্জ্জামান এ ব্যাপারে তাঁকে উত্সাহ দিয়েছেন।
এ ছাড়া এই উত্সবে অংশ নিতে ফকির অ্যাপারেলসের শ্রমিক সেন্টু ও আনোয়ারা ফেব্রিকসের সুমি নাচের স্কুলে ভর্তি হন।

No comments

Powered by Blogger.