আটক মার্কিন সেনার ভিডিও প্রকাশ করায় যুক্তরাষ্ট্রের নিন্দা

বড়দিনে আফগানিস্তানে তালেবানের হাতে আটক এক মার্কিন সেনার ভিডিওচিত্র প্রকাশের নিন্দা করেছে যুক্তরাষ্ট্র। তারা বলেছে এটি ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান’ করার চেষ্টা।
গত শুক্রবার প্রকাশিত ভিডিওচিত্রে দেখানো ওই সেনা নিজেকে বোয়ে রবার্ট বার্গডাল হিসেবে পরিচয় দেন। ভিডিওচিত্রে আফগান যুদ্ধ ও মুসলিমদের সঙ্গে সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন তিনি।
তালেবান ২৩ বছর বয়সী ওই সেনার মুক্তির বিনিময়ে আটক জঙ্গিদের মুক্তি দাবি করেছে। ভিডিওচিত্র প্রকাশের পর ছেলের মুক্তির আবেদন জানিয়েছেন বার্গডালের বাবা-মা।
৩০ জুন আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশ থেকে ওই সেনাকে অপহরণ করা হয়। মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, এটা তালেবান বিদ্রোহীদের সহিংস ও কপটতাপূর্ণ কৌশল। বড়দিনে ওই ভিডিওচিত্র প্রকাশ করে বোয়ের উদ্বিগ্ন পরিবার, বন্ধুদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান করা হয়েছে।
আত্মঘাতী হামলা: কান্দাহারে গতকাল এক আত্মঘাতী হামলায় আটজন নিহত হয়েছে। একটি হোটেল ও স্থানীয় সরকার কার্যালয়ের কাছে ওই আত্মঘাতী হামলাকারীকে পুলিশ থামানোর চেষ্টা করলে হামলাকারী বিস্ফোরণ ঘটায়।

No comments

Powered by Blogger.