ইসরায়েলি হামলায় ছয় ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি সামরিক বাহিনী গতকাল শনিবার পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ছয়জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান, গাজায় বিমান হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা ইসরায়েলে অনুপ্রবেশের চেষ্টা করছিল—এ সন্দেহে ওই হামলা চালানো হয়। এদিকে ফিলিস্তিনের নিরাপত্তা কর্মকর্তারা জানান, গতকাল সকালে ইসরায়েলি সেনাদের এক অভিযানে পশ্চিম তীরের নাবলুস শহরে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের একজন আনান সুবুহ ফাতাহর সশস্ত্র শাখা আল-আকসা মারটায়ার্স ব্রিগেডের সদস্য। বাকি দুজন দলীয় কর্মী।
প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা জানান, পশ্চিম তীরে নিহত ব্যক্তিদের কারও বিরুদ্ধে ইসরায়েলের গ্রেপ্তারি পরোয়ানা ছিল না এবং তারা ইসরায়েলি বাহিনীর প্রতি গুলিও ছোড়েনি। অভিযানে একজন নারী আহত হয়েছে। তবে এ ঘটনা স্বীকার বা প্রত্যাখ্যান করতে রাজি হয়নি ইসরায়েলি সামরিক বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নাবলুসে সকালে ইসরায়েলি সামরিক বাহিনীর ডজন খানেক জিপ তিনটি বাড়ি ঘিরে ফেলে। গত বৃহস্পতিবার ফিলিস্তিনি এক বন্দুকধারীর গুলিতে একজন ইসরায়েলি বসতি স্থাপনকারীর মৃত্যুর পর এ অভিযান চালাল ইসরায়েলি বাহিনী।

No comments

Powered by Blogger.