ব্রিটিশ ছাত্রী হত্যার দায়ে মার্কিন ছাত্রী ও তাঁর প্রেমিকের কারাদণ্ড

ব্রিটেনের শিক্ষার্থী মেরেডিথ কারচারকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের ছাত্রী আমান্ডা নক্স ও তাঁর সাবেক প্রেমিককে কারাদণ্ড দিয়েছেন ইতালির একটি আদালত। খুন ও যৌন নির্যাতনের দায়ে আদালত নক্সকে ২৬ বছর এবং তাঁর প্রেমিক রাফায়েল সোলেসিতোকে ২৫ বছর কারাদণ্ড দেন।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়, আলোচিত ওই মামলার রায় ঘোষণার সময় নক্স মাথা নিচু করে ছিলেন। রায় ঘোষণার পর তিনি কান্নায় ভেঙে পড়েন। তবে রাফায়েলকে আদালতে সারাক্ষণ নির্বিকার দেখা যায়। ২০০৭ সালে ইতালির প্রেরুজিয়ায় একটি হোটেলে ব্রিটেনের সারে অঞ্চলের লিডস ইউনিভার্সিটির ছাত্রী কারচারের গলাকাটা লাশ পাওয়া যায়। কারচারের পরিবার জানায়, রাফায়েল ওই দিন কারচারকে ধরে রেখেছিলেন আর নক্স ছুরিকাঘাত করে তাঁকে হত্যা করেন।

No comments

Powered by Blogger.