জর্জ ওয়াশিংটনের চিঠি বিক্রি হলো ৩২ লাখ ডলারে

প্রথম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের একটি চিঠি রেকর্ড ৩২ লাখ ডলারে বিক্রি হয়েছে। গত শুক্রবার নিউইয়র্কে নিলামঘর ক্রিস্টি’স-এ আয়োজিত এক নিলাম অনুষ্ঠানে বিক্রির জন্য তোলা হয়েছিল চিঠিটি। চার পৃষ্ঠার ওই চিঠিতে জর্জ ওয়াশিংটন ওই সময় সে দেশের নতুন সংবিধানটি তাঁর ভাগ্নে বুশরোডকে সমর্থন করার আহ্বান জানিয়েছিলেন। বুশরোড ছিলেন ভার্জিনিয়া অঙ্গরাজ্যএকত্রীকরণসম্মেলনের প্রতিনিধি।
উল্লেখ্য, জর্জ ওয়াশিংটনের চিঠি বিক্রির ক্ষেত্রে আগের রেকর্ডটি ছিল আট লাখ সাড়ে ৩৪ হাজার ডলারের।
রেকর্ড দামে বিক্রি হওয়া চিঠিটিতে তারিখ লেখা আছে ১৭৮৭ সালের ৯ নভেম্বর। ওই চিঠিতে জর্জ ওয়াশিংটন ভাগ্নে বুশরোডকে লিখেছিলেন, ওই সময় যুক্তরাষ্ট্রে নব্য স্বাধীনতা পাওয়া অঞ্চলগুলোকে একত্রিত করতে নতুন সংবিধানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
পাণ্ডুলিপি ও বই নিয়ে আয়োজিত এই নিলামে জর্জ ওয়াশিংটনের চিঠিটিই মূল আকর্ষণ ছিল। নিলামে প্রখ্যাত মার্কিন কবি এডগার এলান পোর ট্যামারলেন অ্যান্ড আদার পোয়েম নামের একটি বইও ছয় লাখ ৬২ হাজার ৫০০ ডলারে বিক্রি হয়েছে।
বর্তমান সময়ের ঔপন্যাসিক কোরম্যাক ম্যাককার্থির ব্যবহার করা একটি ‘অলিভেট্টি’ টাইপরাইটার বিক্রি হয়েছে দুই লাখ ৫৪ হাজার ডলারে।

No comments

Powered by Blogger.