সাইনবোর্ডে পশ্চিমবঙ্গের বদলে গুর্খাল্যান্ড লিখছেন জনমুক্তির স্বেচ্ছাকর্মীরা

পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাকে পৃথক গুর্খাল্যান্ড রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে আন্দোলনরত গুর্খা জনমুক্তি মোর্চা এবার গোটা দার্জিলিংয়ের সব হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ডে পশ্চিমবঙ্গের স্থলে গুর্খাল্যান্ড লেখা শুরু করেছে। জনমুক্তি মোর্চার গড়া স্বেচ্ছাসেবক বাহিনী জিএলপির সদস্যরা সাইনবোর্ডে গুর্খাল্যান্ড লেখার কাজ তদারকি করছেন। তাঁরা ৬০ রুপিতে বিক্রি করছেন গুর্খাল্যান্ড লেখা বিশেষ সাইনবোর্ড।
একই সঙ্গে গত শনিবার থেকে দার্জিলিংয়ের সর্বত্র বন্ধ করে দেওয়া হয়েছে মদের দোকানও। শুধু তা-ই নয় আগের ঘোষণা অনুযায়ী জনমুক্তি মোর্চা ওই দিন থেকে পঞ্চায়েতের কাজকর্ম অচল করে দিয়েছে। বহু পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

No comments

Powered by Blogger.