রুনির মূল্য ৮৫ মিলিয়ন পাউন্ড

মাঠের লড়াইয়ে আর যা-ই হোক, রেকর্ড মূল্যে ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনে ফুটবল-বাণিজ্যে একচ্ছত্র আধিপত্যটা ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের দেখানো পথেই এবার এই অঙ্গনে রিয়ালের আধিপত্য ভাঙতে চায় বার্সা। নিউজ অব দ্য ওয়ার্ল্ড ট্যাবলয়েডের খবর, রোনালদোর ৮০ মিলিয়ন পাউন্ড মূল্যের চেয়ে ৫ মিলিয়ন ইউরো বেশি দিয়ে একজন ফুটবলার কিনে বার্সা তাঁকে বানাতে চায় ‘বাণিজ্যিক হাতিয়ার।’ কাতালানদের সেই কাঙ্ক্ষিত ফুটবলারের নাম ওয়েইন রুনি।
ট্যাবলয়েডটির খবর অনুয়ায়ী, সম্প্রতি বার্সার বোর্ড সভায় আলোচনা হয়, বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার দলে থাকলে বাণিজ্যে রিয়ালের সমতায় আসা যাবে। আগামী গ্রীষ্মে তাই রুনির জন্য ৮৫ মিলিয়ন পাউন্ড টোপ দিতে যাচ্ছে স্প্যানিশ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। তবে এই চোখ কপালে তোলা মূল্যেও ইংলিশ স্ট্রাইকারকে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয়ে আছে বার্সা। কারণ যতটা না ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ বা স্যার অ্যালেক্স ফার্গুসন, এর চেয়ে বেশি রুনি নিজেই। ২৪ বছর বয়সী স্ট্রাইকার বেশ কয়েকবারই প্রকাশ্যে বলেছেন, ক্যারিয়ারটা শেষ করতে চান ওল্ড ট্রাফোর্ডেই।

No comments

Powered by Blogger.