পরমাণু স্থাপনা প্রতিষ্ঠার পরিকল্পনার কথা ঘোষণা করেছে কেনিয়া

কেনিয়া পরমাণু স্থাপনা প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে বিদ্যুত্ উত্পাদনের লক্ষ্যে ফ্রান্সের সহায়তায় তারা এই স্থাপনা প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী রাইলা ওডিনগা গত শনিবার এ কথা জানান।
ওডিনগা বলেছেন, ‘আমরা একটি পরমাণু স্থাপনা প্রতিষ্ঠা করতে চাই। গড়ে এক হাজার থেকে দুই হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন সম্ভব—এমন একটি স্থাপনা প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা পরমাণু কর্মসূচি শুরু করতে চাই। আগামী পাঁচ বছরের মধ্যে এটি স্থাপন করা হবে।’
কেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, জলবায়ুুর জন্য ক্ষতিকর গ্রিন হাউস গ্যাস নির্গমনের হার কমাতেই তাঁরা এ পরিকল্পনা নিয়েছেন। তিনি বলেন, ‘আমরা এখন থেকেই এ লক্ষ্যে কাজ শুরু করতে চাই। পরমাণু স্থাপনা প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট লোকজনকে প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি আমরা শুরু করতে পারি। এ ব্যাপারে ফ্রান্স সহায়তা দেবে।

No comments

Powered by Blogger.