যুক্তরাষ্ট্র সংরক্ষণবাদী -চীন

১৯৯৮ সালে খেলেছেন প্রথম বিশ্বকাপ এবং সেটি উদ্যাপন করেন জয় দিয়ে। ২০০০ সালে তাঁর গোল্ডেন গোলে ইতালিকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছে ফ্রান্স। ২০০৪ সালে জায়গা পেয়েছেন জীবিত গ্রেট ফুটবলারদের ১২৫ জনের তালিকায়। ২০০৬ সালে পেয়েছেন জুভেন্টাসের পক্ষে ১২৫ গোল করার স্মারক। ডেভিড ত্রেজেগের ক্যারিয়ারে পরশু যোগ হলো আরেকটি সোনালি অধ্যায়। সিরি ‘আ’তে আটালান্টার বিপক্ষে ৫-২ ব্যবধানে জয়ের পঞ্চম গোলটি করে ফরাসি স্ট্রাইকার ছুঁয়ে ফেলেছেন জুভেন্টাসের পক্ষে সর্বোচ্চ গোল করার রেকর্ড।
জুভেন্টাসের সাদা-কালো জার্সি গায়ে এই নিয়ে ত্রেজেগের গোল হয়ে গেল ১৬৭টি। এর আগে জুভেন্টাসের পক্ষে সর্বোচ্চ গোলদাতা তালিকার শীর্ষে ছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার ওমর সিভোরি। ১৯৬১ সালে ইউরোপের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা সিভোরি জুভেন্টাসের হয়ে ১৯৫৭ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত খেলেছেন ৮ বছর।
আর্জেন্টিনার পাতানেস এবং মোনাকো ঘুরে ত্রেজেগে জুভেন্টাসে যোগ দেন ২০০০ সালে। সেই থেকেই আছেন জুভেন্টাসের সুখে-দুঃখে। ঘর-বাড়ি বানিয়ে ফেলা দলের হয়ে এমন কীর্তি গড়তে পেরে মহা আনন্দিত ত্রেজেগে, ‘এই মাইলফলকে পৌঁছাতে পেরে খুব খুশি আমি। জুভেন্টাসের সঙ্গে চুক্তি করার সময় ভাবতেই পারিনি কখনো এটা করতে পারব।’

No comments

Powered by Blogger.