পাকিস্তানের জন্য সহায়তা বিলে ওবামার সই

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত বৃহস্পতিবার পাকিস্তানের জন্য মার্কিন সহায়তা বিলে সই করেছেন। আর এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হলো। নতুন এই বিলের আওতায় মার্কিন প্রশাসন পাকিস্তান সরকারকে বেসামরিক খাতের উন্নয়ন এবং জঙ্গি ও সন্ত্রাস দমন কর্মসূচিতে পাঁচ বছরের জন্য সাড়ে ৭০০ কোটি ডলারের সহায়তা দেবে।
এ ব্যাপারে এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেন, ‘পাকিস্তানের জন্য যুক্তরাষ্ট্রের যে সমর্থন রয়েছে তার একটি বাস্তব প্রমাণ এই আইন। কারণ মার্কিন কংগ্রেসে বিনা আপত্তিতে সহায়তা প্রস্তাবটি অনুমোদন পেয়েছে।’
এই সহায়তা প্যাকেজের আওতায় বার্ষিক দেড় শ কোটি ডলারের বরাদ্দ থাকবে পাকিস্তানের জন্য। এই অর্থ দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করছে—এমন প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করা, আইনসভাকে কার্যকর করা ও সুশীলসমাজকে কার্যকর ভূমিকা রাখতে উত্সাহিত করতে কাজ করবে পাকিস্তান সরকার। পাশাপাশি পাকিস্তানের পুলিশ বাহিনীর উন্নয়নের জন্য এ অর্থ ব্যয় করা হবে।

No comments

Powered by Blogger.