ইরাকে সহিংসতায় পাঁচ বছরে প্রাণহানি ৮৫ হাজার

ইরাকে সহিংসতা ও জাতিগত সংঘাতের কারণে ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত কমপক্ষে ৮৫ হাজার ইরাকি প্রাণ হারিয়েছে। যুদ্ধ শুরুর পর ইরাক সরকারের প্রথম আনুষ্ঠানিক প্রতিবেদনে এ কথা জানানো হয়। গত মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করে ইরাকের মানবাধিকার-বিষয়ক মন্ত্রণালয়।
ইরাকের মানবাধিকার পরিস্থিতির সার্বিক চিত্র নিয়ে তৈরি ওই প্রতিবেদনের এক অংশে বলা হয়েছে, ২০০৪-০৮ সাল সময়ে ৮৫ হাজার ৬৯৪ জন ইরাকি নাগরিকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে শিশুর সংখ্যা এক হাজার ২৭৯ জন এবং নারী দুই হাজার ৩৩৪ জন। আহত হয়েছে আরও এক লাখ ৪৭ হাজার ১৯৫ জন।
২০০৩ সালে মার্কিন আগ্রাসনের পর থেকে ইরাক অনেক বেশি সংঘাতময় অঞ্চলে পরিণত হয়। আর সেখানে নিরপেক্ষভাবে মৃতের সংখ্যা নির্ধারণ করাও দুষ্কর হয়ে ওঠে। সরকারি এ হিসাব বের করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে দেওয়া মৃত্যু-সনদ বিবেচনায় নিয়েছে সরকার।

No comments

Powered by Blogger.