বুদ্ধদেবকে গ্রেপ্তারের দাবিতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দলীয় কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা মুখ্যমন্ত্রী সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেছেন। গতকাল দুপুরে হঠাত্ তাঁরা মুখ্যমন্ত্রীর সচিবালয়ে ঢুকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা মুখ্যমন্ত্রীর দপ্তরের সামনে বসে পড়েন এবং দাবি তোলেন, মুখ্যমন্ত্রীর গ্রেপ্তার করা না পর্যন্ত তাঁদের এই অবস্থান ধর্মঘট চলবে।
এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা পার্থ চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূলের বিধায়ক অশোক দেব, জ্যোতিপ্রিয় মল্লিক, স্বর্ণ কমল সাহা প্রমুখ। সবার একটিই দাবি, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টচার্যকে গ্রেপ্তার করতে হবে। তাঁকে গ্রেপ্তার না করা পর্যন্ত তাঁরা সচিবালয় ত্যাগ করবেন না। তাঁরা বলেন, মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করলেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। পরে বিকেলে পার্থচট্টোপাধ্যায়সহ চার নেতাকে গ্রেপ্তার করা হয়।

No comments

Powered by Blogger.