বিজয় মালিয়ার মদ নিয়ে বিব্রত ভারতীয় সাংসদেরা

দেওয়ালির উত্সবে ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার প্রতিটি সদস্যকে এক বোতল করে মদ উপহার পাঠিয়ে চমক সৃষ্টি করেছেন ভারতের অন্যতম ধনকুবের বিজয় মালিয়া। দেওয়ালির রঙিন উত্সবকে প্রাণবন্ত করতে মদ উপহার পেয়ে যারপরনাই বিব্রত রাজ্যসভার সদস্যরা। অনেকে হয়তো মালিয়ার এ ‘শুভেচ্ছা উপহার’কে ‘অমূল্য’ মনে করে খুশিই হয়েছেন। কিন্তু একসময়ের রাজ্যসভার সদস্যকে এর মর্যাদা ও সাংবিধানিক পবিত্রতা সম্পর্কে মনে করিয়ে দিতে ভোলেননি বিজেপির প্রভাত ঝা। তিনিও রাজ্যসভার সদস্য। বিজয় মালিয়াকে লেখা এক চিঠির মাধ্যমে প্রভাত ঝা ভারতীয় সমাজের সংস্কৃতি ও মূল্যবোধ তুলে ধরে এ ধরনের উপহার কাউকে পাঠানোর আগে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি অবশ্য মালিয়ার উপহার দেওয়া মদের বোতলটিও সেই চিঠির সঙ্গে ফেরত পাঠাতে ভোলেননি।
বিজয় মালিয়াকে লেখা চিঠিতে প্রভাত ঝা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেওয়ালির উপহার হিসেবে মালিয়া যা পাঠিয়েছেন, এর সঙ্গে তাঁর দৈনন্দিন অভ্যাসের কোনো সম্পর্ক নেই। তিনি মালিয়াকে ভারতীয় সমাজ ও মূল্যবোধ সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেন, ‘আপনি আমাকে দেওয়ালির উপহার হিসেবে শুভ কামনা থেকে এ বোতলটি পাঠালেও এ শুভেচ্ছা ভারতীয় সমাজ ও এর সংস্কৃতি কখনোই সমর্থন করে না।’
একজন সাবেক সদস্য হিসেবে বিজয় মালিয়ার রাজ্যসভার মর্যাদা সম্পর্কে ধারণার কড়া সমালোচনা করে চিঠিতে প্রভাত ঝা লিখেছেন, ‘রাজ্যসভার একজন সাবেক সদস্য হিসেবে এর সদস্যদের কাছে এ ধরনের উপহার পাঠানোর আগে আপনার সভার মর্যাদা সম্পর্কে সতর্ক হওয়া উচিত ছিল।’ বিজয় মালিয়ার উপহার দেওয়া মদ গ্রহণ ভারতের সংসদীয় রীতিনীতি ও আইন বিরুদ্ধ—এ কথা প্রভাত ঝা চিঠিতে উল্লেখ করে বলেন, ‘আমি সত্যিই অবাক হয়েছি, এ ধরনের উপহার পাঠানোর আগে আপনি এ সম্পর্কে আমাকে অবগত করেননি।’
বিজয় মালিয়ার কাছ থেকে উপহার হিসেবে মদ পেয়ে আরও বেশি বিব্রত হয়েছেন রাজ্যসভার সদস্যরা। কারণ, ভারতের সরকার প্রকাশ্যে মদ পানের ওপর জরিমানা আরোপের চিন্তাভাবনা করছে, যা রাজ্যসভায় কয়েকবারই আলোচিত হয়েছে। প্রভাত ঝা বিজয় মালিয়ার এ উপহার ফিরিয়ে দেওয়ার কারণ হিসেবে বলেছেন, ‘যেহেতু প্রকাশ্যে মদপানের জন্য জরিমানা আরোপের বিধান নিয়ে রাজ্যসভায় আলোচনা হচ্ছে, তাই আমি এ উপহার দেওয়া মদ গ্রহণ করে নিজের ঘরে প্রশ্নবিদ্ধ হতে চাইনি।’

No comments

Powered by Blogger.