জনশক্তি রপ্তানি

সরকার একটু উদ্যোগ নিলেই বিদেশে জনশক্তি রপ্তানিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তাহলে এ খাতে রেমিটেন্স বহু গুণ বৃদ্ধি পেতে পারে।
কিন্তু কীভাবে রপ্তানি বাড়ানো যায়? সারা পৃথিবীতে আমাদের লোকজন ছড়িয়ে আছে। যারা বিদেশে ভালো অবস্থানে আছে, তাদের মাধ্যমেই বাজার খুঁজতে হবে। তারা তাদের প্রতিনিধির মাধ্যমে ট্রাভেল এজেন্সি খুলতে পারবে এবং বিনামূল্যে শ্রমিক নিয়ে যাবে, তা ঋণ হিসেবে করবে। ওই ব্যক্তি প্রতি মাসে দেশে টাকা পাঠাবে এবং কিস্তির মাধ্যমে তারা সম্পূর্ণ টাকা পরিশোধ করবে। এসবই হতে হবে সরকারি ব্যাংকের মাধ্যমে। এ ক্ষেত্রে সরকার শুধু মধ্যস্থতা করবে। ঋণ প্রদানের মাধ্যমে শ্রমিক রপ্তানি করতে পারলে এই খাতে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব। প্রয়োজন সরকারের সদিচ্ছা।
মাসুদ আলম
গাইবান্ধা।

No comments

Powered by Blogger.