মার্কিন নব্য রক্ষণশীল মতের জনক আরভিং ক্রিস্টল মারা গেছেন

আধুনিক মার্কিন রাজনীতি ও পররাষ্ট্রনীতির অন্যতম রূপকার আরভিং ক্রিস্টল (৮৯) শুক্রবার মারা গেছেন। তাঁকে যুক্তরাষ্ট্রে নব্য রক্ষণশীলতাবাদের জনক হিসেবে অভিহিত করা হয়। সমাজতান্ত্রিকতা থেকে পুরোপুরি সমাজতন্ত্রের বিপক্ষে অবস্থান নেওয়া এই লেখকের মৃত্যুসংবাদ জানানো হয় যুক্তরাষ্ট্রভিত্তিক সাপ্তাহিক পত্রিকা উইকলি স্ট্যান্ডার্ড-এ। পত্রিকাটির সম্পাদক আরভিংয়ের ছেলে উইলিয়াম ক্রিস্টল।
পত্রিকাটির ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়, তাঁর (আরভিং ক্রিস্টল) প্রজ্ঞা, রসবোধ ও উদারতা তাঁকে কয়েকটি প্রজন্মের চিন্তক ও জনসেবকদের বন্ধু ও পরামর্শদাতা হিসেবে প্রতিষ্ঠা করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ক্রিস্টলকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক প্রেসিডেনশিয়াল মেডাল অব ফ্রিডমে ভূষিত করেন।

No comments

Powered by Blogger.