গাজা ফ্লোটিলা নিয়ে উত্তেজনা: ‘হামলা হবে মানবতার বিরুদ্ধে অপরাধ’

গাজাগামী ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলা ক্রমশ এগিয়ে যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের দিকে। তারা প্রবেশ করেছে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়। এর আগে এই এলাকায় ত্রাণবাহী ফ্লোটিলার ওপর হামলা হয়। তাদের মোকাবিলা করে ইসরাইলি বাহিনী। সর্বশেষ খবরে জানা যাচ্ছে, এবারের ফ্লোটিলায় আছে দুটি বোট। তার একটি হলো আলমা এবং অন্যটি সিরিয়াস। গত রাতে আলো নিভিয়ে বেশ কিছু বোট তাদের দিকে অগ্রসর হয় এবং তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় বলে খবরে বলা হয়েছে।

অনলাইন আল জাজিরা বলছে, বুধবার ইসরাইলের সরকারি সম্প্রচার মাধ্যম কান রিপোর্টে বলেছে, নৌ কমান্ডো এবং যুদ্ধজাহাজ ব্যবহার করে এই ফ্লোটিলার নিয়ন্ত্রণ নেয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। উপকূলে থাকা ৫০টি নৌযানের মুখোমুখি হতে পারবে না তারা। তবে কিছু নৌযানকে সমুদ্রে ডুবিয়ে দেয়ার পরিকল্পনা আছে। জিজ্ঞাসাবাদের জন্য বোট থেকে কয়েকশ অধিকারকর্মীকে আটক করার ইচ্ছা আছে ইসরাইলের। তারপর তাদেরকে আশদুদ বন্দর দিয়ে ফেরত পাঠাতে চায়। কিন্তু আন্তর্জাতিক জলসীমায় আছে এমন জাহাজ বা বোটের নিয়ন্ত্রণ ইসরাইল নিতে পারে কিনা সে বিষয়ে উত্তর হলো না।

ওদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্লোটিলার আয়োজকরা বলেছেন, অজ্ঞাত নৌযান তাদেরকে রাতের বেলা ঘিরে ধরে। পরে তারা চলে যায়। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বলেছে, আমরা গাজা অভিমুখে যাত্রা অব্যাহত রেখেছি। এখনও ১২০ নটিক্যাল মাইল দূরে আছি। ওদিকে ব্রাজিলের অধিকারকর্মী ও সুমুদের স্টিয়ারিং কমিটির সদস্য থিয়াগো আভিলা বলেন, ইসরাইলি সামরিক বাহিনীর একটি নৌযান দুটি ফ্লোটিলার যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত করেছে। তিনি আরও বলেন, তাতে বৈদ্যুতিক ডিভাইসের ক্ষতি ছাড়া কেউ আহত হননি। আমরা সামনে এগিয়ে যাচ্ছি।

ওদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ফ্লোটিলার ওপর কোনো হামলা হলে তা হবে মানবতার বিরুদ্ধে অপরাধ। তিনি গাজা সুমুদ ফ্লোটিলায় কয়েকশ ক্রুর জীবন ও মর্যাদাকে সম্মান জানানোর আহ্বান জানান। পেত্রো আরও লিখেছেন, বেসামরিক মানুষ, মানবিক ও অহিংস মিশনে কারো ওপর হামলা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। ইসরাইলি হামলার আশঙ্কায় সব ক্রু জীবনরক্ষাকারী জ্যাকেট পরে আছেন। এই মিশনে কলম্বিয়ার দু’জন অধিকার কর্মী আছেন। তারা হলেন, ম্যানুয়েলা বেদোয়া এবং লুনা ব্যারেতো।

mzamin

No comments

Powered by Blogger.