নেতানিয়াহুকে হত্যা-পরিকল্পনার সন্দেহে ইসরাইলের এক নাগরিক গ্রেপ্তার
পুলিশ সূত্রে জানা গেছে, ইসরাইলে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন এই ব্যক্তি একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত। যিনি কিছুদিন তুরস্কে বসবাস করেছেন। এছাড়া তার ইরানেও যাতায়াত রয়েছে বলে দাবি ইসরাইলি গোয়েন্দাদের। ইরানের ইদি নামের একজন ব্যবসায়ীর সাথে যোগাযোগ করেন এই ব্যক্তি। আশকেলনের একজন ইহুদি বাসিন্দা হিসাবে, প্রথম ২০২৪ সালের মে মাসে ইদির সাথে দেখা করার জন্য ইরানে যান কিন্তু সেসময় তিনি দেশ ত্যাগ করতে অসুবিধার সম্মুখীন হন। ওই সফরে তিনি হাজ্জাহ নামে পরিচিত একজন ইরানি নিরাপত্তা কর্মীর সঙ্গেও সাক্ষাৎ করেন বলে জানিয়েছে ইসরাইলের স্থানীয় গণমাধ্যম। পুলিশের দাবি ইরানে সফরের সময় ওই ব্যক্তিকে বিভিন্ন মিশনের দায়িত্ব দেয় হয়। বিশেষ করে তার দায়িত্ব ছিল ইসরাইলের জনাকীর্ণ এলাকার ছবি সংগ্রহ করে ইরানের গোয়েন্দাদের কাছে হস্তান্তর করা। আগস্টের তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে একটি ট্রাকে করে ইরানে পাচার করা হয়েছিল। ইরানে থাকাকালীন, তিনি সেখানের গোয়েন্দা এজেন্টদের সাথে সাক্ষাত করেন, যারা তাকে ইসরাইলের মাটিতে তাদের এজেন্ট হিসেবে নিযুক্ত করেছিলেন।
No comments