'ডিভিসির সঙ্গে সম্পর্ক রাখব না’: হুঁশিয়ারি মমতার by সেবন্তী ভট্টচার্য্য

রাজ্যের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ফের একবার ডিভিসি এবং কেন্দ্রীয় সরকারকে দুষলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় প্লাবিত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। ডিভিসি যে ভাবে পানি ছাড়ছে সেই প্রসঙ্গে উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মানুষকে এ ভাবে ডোবালে ডিভিসির সঙ্গে আর কোনও সম্পর্ক রাখা হবে না।’’ শুধু তা-ই নয়, এই বিষয় নিয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কেন্দ্রীয় সরকার গোটা বিষয়টি নিয়ে কেন উদাসীন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

পুজোর মুখে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখে একে 'ম্যান মেড বন্যা' বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, পরিকল্পিতভাবে পানি ছেড়ে রাজ্যকে ডোবাচ্ছে ডিভিসি। বুধবারও পরিস্থিতি খতিয়ে দেখতে হাওড়া হয়ে হুগলিতে পৌঁছেছিলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা পাঁচ লক্ষ পুকুর কেটেছি, কপালেশ্বর কেলেঘাট প্রকল্পের মাধ্যমে অনেক এলাকাকে রক্ষা করেছি, ঘাটাল মাস্টারপ্ল্যান, যেটা পড়ে রয়েছে ১০ বছর ধরে, সেটাও আমরা বিপিআর তৈরি করছি। আগামী ২ বছরের মধ্যে করে দেব। কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে পানি ছাড়ে, তাহলে সমস্যা। ডিভিসি-র ছাড়া পানিতে কেন পশ্চিমবঙ্গ ডুববে? আমরা কৈফিয়ত চাই। ফরাক্কা ড্রেজিং করে না, বিহার ডোবে। আর ডিভিসি ড্রেজিং করে না, পশ্চিমবঙ্গ ডোবে। ঝাড়খণ্ডকে বাঁচানোর জন্য পানি ছাড়া হয়। এরপরে ডিভিসি-র সঙ্গে আর সম্পর্ক রাখব কিনা, ভেবে দেখব।’ পাঁশকুড়ায় পৌঁছে এদিন মমতা দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা খালি করার নির্দেশ দিয়েছেন জেলাশাসককে। পাশাপাশি এও জানান, যাদের ফসল নষ্ট হয়েছে তাদের শস্যবিমার টাকা দেওয়া হবে। ত্রাণকাজে কোনও রকম গাফিলতি সহ্য করবেন না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। ত্রাণ নিয়ে নিজের কড়া অবস্থানও স্পষ্ট করেন। মুখ্যমন্ত্রী বলেন, “কোনও জায়গায় যেন ত্রাণ নিয়ে একটাও অভিযোগ না আসে। আমি সরাসরি জেলাশাসক ও পুলিশ সুপারকে দায়িত্ব দেব।’’ বৃহস্পতিবার ডিভিসির বিবৃতি জানাচ্ছে, মাইথন এবং পাঞ্চেত থেকে মোট ৮০ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। ডিভিসি নতুন করে পানি ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের হাওড়া ও হুগলি জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

mzamin

No comments

Powered by Blogger.