নতুন এক বাংলাদেশের স্বপ্ন
তবে সাম্প্রদায়িক সহিংসতার খবর গভীরভাবে উদ্বেগজনক এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আমরা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু বর্তমান সহিংসতা নিন্দনীয়। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, এখন দ্রুত সরকার গঠন জরুরি। এবং পুলিশ বাহিনীকে (কিছু অপরাধী অফিসার বাদে) কনফিডেন্স দেন, তাদেরকে কাজে নামান দ্রুত। তারা আমাদেরই বাহিনী। মিলিটারি ভাইয়েরা, সার্বিক নিরাপত্তার দিকে নজর রাখেন। দেশটা দ্রুত স্বাভাবিক করার দিকে এগিয়ে যাই- চলেন। নষ্ট করার মতো এক সেকেন্ডও নাই। নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ বলেন, ১১ লাখ কোটি টাকার বেশি লোপাট করে, দেশের বাইরে পাচার করে, দেশটাকে অর্থনৈতিকভাবে ফোকলা করে গেছে ইতরের দল। বান্নাহ বলেন, এই দেশটাকে গড়তে সময় লাগবে। খুব কঠিন। আল্লাহ্ সহায় হোন এই দেশবাসীর। তবে ট্রাফিক কন্ট্রোল করছে শিক্ষার্থীরা, সংসদ ভবনসহ পুরো দেশ পরিষ্কারের দায়িত্ব নিয়েছে শিক্ষার্থীরা। দেশের প্রতিটি মন্দির দেখার দায়িত্ব নিয়েছে শিক্ষার্থীরা। তাদের স্যালুট। এই দেশ আর পথ হারাবে না ইনশাআল্লাহ্। দেশের ভবিষ্যৎ উজ্জ্বল। অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা বলেন, স্বাধীনতা মানে দায়িত্বশীলতা। নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয়। ন্যায়বিচার ও সাম্যের দেশ গড়া। আমাদের সন্তানদের, ছাত্রদের ত্যাগের কথা যেন ভুলে না যাই। তবে এতদিনের আন্দোলন আর রক্তের বিনিময়ে আমরা ধ্বংসযজ্ঞ, সহিংসতা চাই না। তবে যারা নাগরিকদের সম্পদ ও শিল্প ধ্বংস করছে, যারা মানুষের (সে যেকোনো ধর্ম, বর্ণ, পেশার মানুষই হোক না কেন) ওপর সহিংসতা করছে, তাদের বিচারের আওতায় আনা হোক। অভিনেত্রী জাকিয়া বারী মম বলেন, এটা নতুন এক বাংলাদেশ। একজন শিল্পী হিসেবে বাংলা চলচ্চিত্র সেন্সর বোর্ড সংস্কারের সময় এসেছে। আর চলচ্চিত্রের অনুদান যেন হয় যোগ্যতার ভিত্তিতে।
No comments