আফগানিস্তান ও কাতারে ফিরছেন শান্তি আলোচনায় নিয়োজিত মার্কিন দূত

যুক্তরাষ্ট্রের শান্তিদূত আগামী সপ্তাহে প্রথমে আফগানিস্তান ও পরে কাতার সফর করবেন ১৮ বছর ধরে চলা আফগান যুদ্ধ বন্ধ করতে তালেবানের সাথে শান্তি আলোচনা শুরু করতে। মার্কিন পররাষ্ট্র দফতর সোমবার এ তথ্য জানায়।

আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি জালমি খালিলজাদ আগামী সোমবার তার মিশন শুরু করবেন, যা ১ আগস্ট পর্যন্ত স্থায়ী হবে। এটি হবে আফগানিস্তানের সঙ্ঘাত অবসানে শান্তি প্রতিষ্ঠায় তার সর্বাত্মক প্রয়াসের অংশবিশেষ।

রাজধানী কাবুলে তিনি শান্তিপ্রক্রিয়ার পরবর্তী ধাপ নিয়ে আফগান সরকারের সাথে আলোচনা করবেন। তালেবানের সাথে আলোচনার জন্য আফগান সরকারি দল কেমন হতে পারে, সফরকালে তা হবে অন্যতম বিষয়।

তালেবান সবসময়ই আফগান সরকারের সাথে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়ে আসছে। তারা আফগান সরকারকে যুক্তরাষ্ট্রের পুতুল মনে করে।

এরপর কাতার যাবেন জালমি খালিলজাদ। সেখানে তিনি তালেবানের সাথে নতুন করে আলোচনা শুরু করবেন।

ওয়াশিংটন আশা করছে, সেপ্টেম্বরে আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই তালেবানের সাথে একটি সমঝোতায় উপনীত হওয়া সম্ভব হবে।

গত বছর থেকে তালেবানের সাথে কয়েক দফা আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে সর্বশেষ দফার আলোচনা হয়েছে ৯ জুলাই দোহায়।

এদিকে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ করেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানের যুদ্ধ অবসানে সহায়তা করবেন।

তিনি বলেন, আমি মনে করি, পাকিস্তান আমাদের সহায়তা করতে যাচ্ছে। হোয়াইট হাউসের বৈঠক শুরুর আগে ইমরান খানের পাশে বসে এ মন্তব্য করেন ট্রাম্প।

No comments

Powered by Blogger.