দাঙ্গা নয় শান্তি চাই, মৃত্যু নয় জীবন চাই: মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘সবাইকে নিয়েই সংসারে চলতে হয়। সবাইকে নিয়ে যতদিন আমরা চলব, ততদিন শান্তি থাকবে। আর শান্তি না থাকলে দাঙ্গার আগুন যদি লাগে সেই আগুনে আপনিও পুড়বেন, আমিও পুড়ব, এলাকা পুড়ে ছারখার হয়ে যাবে!’  
বৃহস্পতিবার বীরভূম জেলার ইলামবাজারে এক সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।    
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দাঙ্গা মানুষকে ভালো রাখে না। আমরা বলি যুদ্ধ নয়, শান্তি চাই। দাঙ্গা নয়, শান্তি চাই। মৃত্যু নয়, জীবন চাই। আমরা এসব কথা কেন বলি? আমরা বলি তার কারণ আমরা সবুজকে ভালোবাসি। আমরা সবাইকে ভালোবাসি। আমরা ভাইবোনেদের ভালোবাসি। রাখীবন্ধন ভাই-বোন না থাকলে কী করে হবে? ভাই ফোঁটা কী করে হবে? সুতরাং এসব কথা মনে রেখেই কাজ করতে হয়।’
বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, ‘বিজেপি তুমি তো কেন্দ্রীয় সরকারে আগেও ছিলে, এখনও আছ। সব কেড়ে নিচ্ছ, দিচ্ছ না তো কিছুই। লোকেরটা লুটে নিচ্ছ! আর লোকে প্রতিবাদ করলে গোরক্ষার নামে মানুষ খুন করছ। পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ কেউ বাদ যাচ্ছে না! দেশে বারো হাজার কৃষক আত্মহত্যা করেছে।’ 
বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, ‘আমাদের এখানে মানুষ শান্তিতে আছে। সেজন্য ওঁদের গায়ে বড় জ্বালা! মানুষ শান্তিতে থাকলে রাজনীতি হবে কী করে? ইচ্ছে করে করে মিথ্যে কথা বলে কুৎসা রটনা করা হচ্ছে। আমি মনে করি শুধু ভারত নয়। গোটা পৃথিবীর মধ্যে শান্তির কোনো জায়গা থাকলে তার নাম হল বাংলা। বাংলায় শান্তি বিরাজ করছে।’
‘সব রাজ্যে বেকারত্ব বেড়েছে। কিন্তু বাংলায় তা চল্লিশ শতাংশ কমেছে। আমরা বেকারদের চাকরি-বাকরি যথেষ্ট দিয়ে থাকি এবং দেয়া হচ্ছে’ বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন।

No comments

Powered by Blogger.