কানহীন ৫ শিশুর কান গজাল ল্যাবরেটরিতে

এক কান নিয়ে জন্মেছিল শিশুটি। এ কারণে সমস্যার অন্ত ছিল না। এর কূলকিনারা করতে পারছিলেন না মা-বাবা। অবশেষে চিকিৎসকদের পরামর্শে নতুন আরেকটি গান গজানোর দুঃসাহসিক উদ্যোগ নেন তারা। চিকিৎসকের সাহায্যে একদল গবেষকের সঙ্গে যোগাযোগ করে শিশুটির পরিবার। গবেষকরা তিন মাসের মধ্যে শিশুর শরীরে নতুন আরেকটি কান গজানোর ব্যবস্থা করেন।
এমন যুগান্তকারী অসাধ্য সাধন করেছেন চীনের একদল গবেষক। শিশুর যে কানটি অপুষ্ট ছিল। সেখান থেকে কোষ সংগ্রহ করেন তারা। এর পর ল্যাবরেটরিতে শিশুটির বয়স অনুযায়ী নকল কানের একটি ছাঁচ তৈরি করেন তারা। তাতে শিশুর অপুষ্টকানের কোষ রেখে তার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটান। যাকে বলে মাইক্রোশিয়া। সেই মাইক্রোশিয়ার সাহায্যেই জীবিত কোষ থেকে ধীরে ধীরে গঠত হয় একটি পূর্ণাঙ্গ কান। তারপর সেটি অপারেশন করে শিশুর অপুষ্ট কানের অংশে প্রতিস্থাপিত করেন চিকিৎসকরা। শুধু একজন নয় এ রকমভাবে প্রায় পাঁচটি শিশুর কান ল্যাবরেটরিতে গজিয়েছেন গবেষকরা। তার পর সেই কানগুলো অস্ত্রোপচার করে বসানো হয়। এখন একেবারে স্বাভাবিকভাবেই বয়সের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে শিশুদের নতুন কান।

No comments

Powered by Blogger.