পাকিস্তান-আফগানিস্তান বিরোধ তুঙ্গে : অভিযোগ-পাল্টা অভিযোগ

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য ইসলামাবাদকে দায়ী করে বলেছেন, পাকিস্তান তালেবানের জন্য একটি অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট গনি শুক্রবার এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, তালেবান বিরোধী অভিযানের যে কথা ইসলামাবাদ মুখে বলছে তা যথেষ্ট নয় বরং এই দাবির সত্যতা কাজে প্রমাণ করতে হবে। রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব হামলায় গোটা আফগান জাতিকে নিশানা বানানো হয়েছে। কাজেই এর বিরুদ্ধে সর্বাত্মক ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে তিনি জনগণের প্রতি আহ্বান জানান। আফগান প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলার লক্ষ্যে তার দেশের গোয়েন্দা কর্মকর্তারা একটি বৃহৎ নিরাপত্তা পরিকল্পনা তৈরির কাজে হাত দিয়েছেন। এই পরিকল্পনা চূড়ান্ত হলে সন্ত্রাস ও জঙ্গিবাদকে নির্মূল করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আফগানিস্তানের রাজধানী কাবুলসহ দেশটির বিভিন্ন স্থানে গত ১০ দিনে বেশ কয়েকটি ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে। এসব হামলায় শত শত মানুষ হতাহত হয়েছে। তালেবান ও দায়েশ এসব হামলার দায়িত্ব স্বীকার করেছে। তালেবানের বিরুদ্ধে ইসলামাবাদ যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বলে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি যে অভিযোগ করেছেন তার জবাব দিয়েছে পাকিস্তান। দেশটি বলেছে, প্রতিবেশী এই দুই দেশই সন্ত্রাসবাদের শিকার। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ ফয়সাল বলেছেন, দু’দেশের যৌথ শত্রু সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা থাকতে হবে। সন্ত্রাসী হামলার শিকার আফগান জনগণের প্রতি পাকিস্তান সমবেদনা জানাচ্ছে এবং সন্ত্রাস বিরোধী যুদ্ধে দু’দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে।

No comments

Powered by Blogger.