টাকার অভাবে পরীক্ষা বন্ধ, স্কুলছাত্রীর আত্মহত্যা

টাকার অভাবে স্কুলে পরীক্ষার ফি দিতে পারেনি স্কুলছাত্রী দীপ্তি। এজন্য তাকে নবম শ্রেণির পরীক্ষায় অংশ নিতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ। এর ওপর স্কুলে তাকে অপমানের শিকার হতে হয়। তীব্র অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে দীপ্তি। ভারতের হায়দরাবাদে এ ঘটনা ঘটেছে।
খবর গালফ নিউজের। পুলিশ জানিয়েছে, দীপ্তি জয়োথি হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। আত্মহত্যার সে বাড়িতে তার নিজের কক্ষে ছিল। এ সময় তার মা ঘরের কাছে ব্যস্ত ছিল। সেই সুযোগে দীপ্তি সুইসাইড নোট লিখে রেখে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। দীপ্তির আত্মহত্যার সময় তার বাবা ও এক বোন বাড়ির বাইরে ছিল। দীপ্তি তার সুইসাইড নোটে লিখেছে, দুঃখিত মা, স্কুলে আমাকে অপমান করা হয়েছে। পুলিশ মৃতের লাশ উদ্ধার করে গান্ধী হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ওই স্কুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

No comments

Powered by Blogger.