বালিয়াকান্দিতে বাদাম ও ঝাল খেয়ে ৪ ছাত্রী অসুস্থ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির চার ছাত্রী শনিবার বিকেলে বাদাম ও ঝাল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তাদের প্রথমে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ ছাত্রীরা হলো- নারুয়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে তাইদা ইসলাম তুহি, বাদশা মোল্যার মেয়ে ফ্রিমা, বেল্লাল মোল্যার মেয়ে ইমা ও বিলধামু গ্রামের সৈয়দ আলীর মেয়ে শান্তা। অসুস্থরা জানায়, তারা স্কুলে দুপুর ২টার দিকে বাদাম ও ঝাল খায়।
এর কিছুক্ষণ পরই তাদের প্রচণ্ড মাথা ব্যথা ও কাপুনি ওঠে। বিষয়টি টের পেয়ে শিক্ষকরা অভিভাবকদের খবর দিলে তারা দ্রুত স্কুলে আসেন। পরে স্থানীয় ডাক্তারদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে অসুস্থ ছাত্রীদের বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মিজানুর রহমান জানান, চারজন পঞ্চম শ্রেণির ছাত্রী বাদাম ও ঝাল খেয়ে মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে আসে। তবে এখানে রোগ নির্ণয়ের কোনো ব্যবস্থা না থাকায় তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

No comments

Powered by Blogger.