অস্ট্রেলিয়ায় নৌবিমান বিধ্বস্ত, নিহত ৬


অস্ট্রেলিয়ার সিডনি থেকে ৫০ কিলোমিটার উত্তরে একটি নৌবিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিমানের ধ্বংসাবশেষ থেকে ডুবুরিরা তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে। খবর বিবিসির।

নর্থ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, কোয়ান শহরতলীর হকেসবারি নদীতে বিমানটি বিধ্বস্ত হয়।

তবে এ ঘটনায় বিমানের যাত্রী বা হতাহতের পরিচয় সম্পর্কে প্রতিবেদনে কিছু জানানো হয়নি। 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নৈসর্গিক দৃশ্য দেখিয়ে বেড়ায় এমন একটি কোম্পানি ওই বিমানের মালিক প্রতিষ্ঠান।

তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি জানাতে পারেনি তদন্তকারীরা।

ভারপ্রাপ্ত সুপারইন্টেন্ডেন্ট মাইকেল গরম্যান বলেছেন, দুর্ঘটনাস্থলে ‘উদ্ধার অভিযান অব্যাহত’ রয়েছে।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশের ডুবুরিরা ঘটনাস্থলে আছে। সেখান থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

অসমর্থিত সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে পাইলট ও চার ব্রিটিশ নাগরিক রয়েছেন। সেখানে ১১ বছরের একটি ছেলেও ছিল।

এদিকে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটিশ কনস্যুলেটের কর্মকর্তারা স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমানটি তার থেকে পাঁচশ মিটার দূরে থাকাবস্থায় বিধ্বস্ত হয়েছে।

তবে বিমানটির উদ্ধারকাজ আজকের মধ্যে শেষ হবে হবে কিনা সে সম্পর্কে প্রতিবেদনে কিছু জানানো হয়নি।

No comments

Powered by Blogger.