বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে বুধবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রে পাথুরে ভূমি থেকে আহরিত জ্বালানি তেল (শেল) উত্তোলনের পরিমাণ কমার খবর পণ্যটির দাম বাড়ায় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। পাশাপাশি এদিন মার্কিন প্রশাসনের জ্বালানি বিষয়ক সর্বশেষ সরকারি তথ্য প্রকাশও পণ্যটির বাজারে প্রভাব ফেলেছে। খবর রয়টার্স। এদিন ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে যুক্তরাষ্ট্রে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) বিক্রি হয় প্রতি ব্যারেল ৪৭ ডলার ৭১ সেন্ট বা স্থানীয় মুদ্রায় ৩ হাজার ৮১৬ টাকা ৮০ পয়সায় (প্রতি ডলার ৮০ টাকা ধরে), যা আগের দিনের তুলনায় ১৬ সেন্ট বা দশমিক ৩ শতাংশ বেশি।

No comments

Powered by Blogger.