গাজায় আত্মঘাতী বোমা হামলা হতাহত ৭

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল ও মিসর সীমান্তে ইসলামিক স্টেটের (আইএস) আত্মঘাতী বোমা হামলায় দু'জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে আত্মঘাতী বোমা হামলাকারীও রয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। সাংবাদিকদের কাছে ই- মেইলে পাঠানো সরকারি এক বিবৃতিতে ইয়াদ আল বোজম বলেন, বৃহস্পতিবার সকালে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা ও মিসরের মধ্যবর্তী সীমান্তে বোমা হামলার ঘটনাটি ঘটে। তিনি আরো বলেন, মিসরীয় সীমান্তে দুই ব্যক্তি প্রবেশের চেষ্টা করলে সীমান্তরক্ষীরা তাদের বাধা দেয়। এ সময়ে একজন তার সাথে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে সে নিহত এবং অপরজন আহত হন। তিনি আরো জানান, এছাড়া সীমান্ত রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা গুরুতর আহত হলে তাকে শহরের আবু ইউসুফ আল নাজার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই কর্মকর্তা মারা যায়। এ হামলায় আরো ৫ জন আহত হয়। আল বোজম বলেন, হামলার পর পরই গাজা উপত্যকায় নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে। এছাড়া তদন্তও শুরু হয়েছে।

No comments

Powered by Blogger.