সুন্দরবনে র‌্যাব-বনদস্যু গোলাগুলি, আগ্নেয়াস্ত্রসহ আটক ২

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্দারমানিক খালে র‌্যাবের সঙ্গে বনদস্যু সুমন বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় তিনটি আগ্নেয়াস্ত্র ও ১৩ রাউন্ড গুলিসহ দুই বনদস্যুকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোর থেকে র‌্যাবের টহলদল আন্দারমানিক খালে অভিযান শুরু করে। এর ঘণ্টা খানেক পরই অস্ত্রসহ বনদস্যুদের আটক করা হয়। আটক বনদস্যুরা হল- আবুল হোসেন ওরফে আবু ঢালি (৩২) বনদস্যু সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তিনি মোংলা উপজেলার সোইলতলা গ্রামের মৃত তোফা শেখের ছেলে ও অপর সহযোগী বনদস্যু সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার চাদনীমুখী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মিঠু গাজী (৩৪)। র‌্যাব -৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবীর জানান, গত কয়েকদিন ধরে সুন্দরবনে জেলে অপহরণসহ দস্যুদের উৎপাত বেড়ে গেছে। এ কারণে বৃহস্পতিবার ভোর থেকে র‌্যাবের টহলদল সুন্দরবনের আন্দারমানিক খালে অভিযান শুরু করে। এসময় বনদস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী গোলাগুলি চলে। এরপর র‌্যাব সদস্যরা বনের মধ্য থেকে বনদস্যু সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আবু ঢালি ও অপর সহযোগীকে আটক করে। এসময় তাদের নিকট থেকে একটি বিদেশি দোনালা বন্দুক, ১টি দেশি পাইপগান, একটি দেশি ওয়ান সুটারগান একটি রামদা ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর আগে ১৫ আগস্ট মঙ্গলবার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হরিণটানা খাল এলাকায় কোস্টেগার্ড ও বনদস্যু বাহিনীর মধ্যে গোলাগুলি হয়। সে সময় চার জেলেকে উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে দস্যুদের ব্যবহৃত ইঞ্জিনচালিত একটি বোর্ড ও ৯ রাউন্ড গুলি জব্দ করা হয়।

No comments

Powered by Blogger.