রাবিতে দুই বছর পর শিবিরের প্রকাশ্য মিছিল

দুই বছর পর আবারো প্রকাশ্য ঝটিকা মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের নেতা-কর্মীরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে শুরু করে ঢাকা-রাজশাহী মহাসড়কে দিয়ে কাজলা দিকে যেয়ে শেষ হয়। ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস, খুন, ধর্ষণ এবং আইন হাতে তুলে নিয়ে সাধারণ ছাত্রদের উপর নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রঘোষিত দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং ৮ আগস্ট দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্তৃক শহীদ সোহরাওয়ার্দী হলে ৫ জন সাধারণ ছাত্র ও ৮ জন শিবির কর্মীকে নির্যাতন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সংগঠনটির নেতা-কর্মীরা।  জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, শিবির মিছিল করেছে আমরা শুনেছি। তবে এব্যাপারে আমরা স্পষ্ট না। কোথায় যেন নারায়ে তাকবীর স্লোগান দিছে, সঠিক করে কেউ বলতে পারছি না। প্রসঙ্গত, গত ৮ আগস্ট রাতে শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রলীগের নেতা-কর্মীরা ১৩ জন শিক্ষার্থীকে মরধর করে পুলিশের সোপর্দ করে। ছাত্রলীগের দাবী তারা সবাই শিবিরের সক্রিয় কর্মী।

No comments

Powered by Blogger.