ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ‘ক্রস ভোট’

ভারতে সোমবারের রাষ্ট্রপতি নির্বাচনে কয়েকটি রাজ্যে ব্যাপক হারে ‘ক্রস ভোট’ পড়েছে। এর মানে হচ্ছে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিয়েছেন বহু সংসদ সদস্য ও বিধায়ক। ক্রস ভোটে বিজেপির রাষ্ট্রপতি প্রার্থী রামনাথ কোবিন্দের পাল্লা অনেকটাই ভারি হয়েছে বলে মনে করা হচ্ছে। নির্বাচনে প্রায় ৯৯.৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। রামনাথ কোবিন্দের জয় আগেই অনেকটা নিশ্চিত ছিল। সোমবার ভোট শেষে বিজেপির দাবি, ৭০ শতাংশ ভোট পাবেন কোবিন্দ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও ইন্ডিয়া টুডের। ক্রস ভোটিংয়ের আশঙ্কায় শুরু থেকেই উদ্বিগ্ন ছিলেন বিরোধী জোটের প্রার্থী মীরা কুমার। দিন শেষে তার এ আশঙ্কা সত্যে পরিণত হয়। উভয় পক্ষে ক্রস ভোটের ঘটনা ঘটলেও এ ক্ষেত্রে বিজেপির প্রার্থীই এগিয়ে রয়েছেন। তবে উড়িষ্যায় নবীন পট্টনায়কের দলে ভাঙন ধরিয়ে মীরাকে ফায়দা করে দিয়েছে কংগ্রেস। নবীন অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। নীতিশ কুমারের দলের কেরালার সংসদ সদস্য ভোট দিয়েছেন মীরাকে। কিন্তু দেশের বাকি প্রান্তে ক্রস ভোটিংয়ে পাল্লা ভারি হয়েছে কোবিন্দের। ক্রস ভোটের সবচেয়ে বড় ঘটনা ছিল যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। এখানে বাপ-বেটার দ্বন্দ্ব স্পষ্ট হল রাষ্ট্রপতি ভোটেও। মুলায়ম সিং যাদব আগেই জানিয়েছিলেন, তিনি ভোট দেবেন দীর্ঘদিনের বন্ধু কোবিন্দকে। তার ভাই শিবপালও একই পথে। তাদের দাবি, অখিলেশ যাদবের একাধিক বিধায়ক ক্রস ভোটিং করে বিজেপির পাল্লা ভারি করেছেন। সিপিআই-এম শাসিত ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত ছয় বিধায়ক মীরার বদলে কোবিন্দকে ভোট দিয়েছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন এক কংগ্রেস বিধায়কও। পাঞ্জাবে কংগ্রেস এবং আম আদমি পার্টির অনেকে কোবিন্দকে ভোট দিয়েছেন বলে বিজেপির দাবি। আম আদমি পার্টির বিধায়ক এইচএস ফুলকা পূর্বে মীরা কুমারের প্রতি সমর্থনের কথা জানালেও পরে ভোট বয়কট করেন। তিনি বলেন, শিখ দাঙ্গায় জড়িত কংগ্রেসের প্রার্থীকে তিনি ভোট দেবেন না। হরিয়ানায় বিজেপি বিধায়ক ৪৭ জন। কিন্তু মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টারের দাবি, তাদের ঝুলিতে ভোট পড়েছে ৭৫ জনের। সে দাবি সত্যি হলে, নির্দল, বিএসপি, আইএনএলডি বিধায়ক ছাড়াও বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ককে ভাঙাতে সক্ষম হয়েছে বিজেপি। রাষ্ট্রপতি ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার। ২৪ জুলাই ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়াদ শেষ হবে। এর পরদিন ২৫ জুলাই শপথ নিয়ে রাষ্ট্রপতি ভবন দিল্লির রাইসিনা হিলে উঠবেন নতুন রাষ্ট্রপতি। কোবিন্দ ও মীরা দু’জনই দলিত সম্প্রদায়ের প্রার্থী হওয়ায় নিন্মবর্ণের একজন হিন্দু ভারতের সর্বোচ্চ পদে বসতে যাচ্ছেন। উপ-রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দিলেন বেঙ্কাইয়া : এদিকে উপ-রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনডিএ তথা বিজেপির প্রার্থী বেঙ্কাইয়া নাইডু। মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন মঙ্গলবার সকালে সংসদ ভবনে এসে মনোনয়নপত্র জমা দেন তিনি।সোমবার সন্ধ্যায় বিজেপির পরিষদ বোর্ডের বেঠকে বেঙ্কাইয়ার নাম চূড়ান্ত হয়। ওই রাতেই কেন্দ্রীয় নগরোন্নয়ন এবং তথ্য ও সম্প্রচার দফতরের দায়িত্ব থেকে ইস্তফা দেন তিনি। ইস্তফাপত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠান তিনি। সংসদ ভবনে বেঙ্কাইয়া নাইডুর মনোনয়নপত্র জমা দেয়ার সময় সেখানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, লালকৃষ্ণ আদভানিসহ বিজেপির সংসদীয় বোর্ডের অন্য সদস্যরা। আগামী ৫ আগস্ট উপ-রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ হবে।

No comments

Powered by Blogger.