মিনি স্কার্ট পরায় মডেল গ্রেফতার

সৌদি আরবে এক নারী মডেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি মিনি স্কার্টের মতো খোলামেলা পোশাক পরেছেন। সৌদি আরবের মডেল খুলদ অতি রক্ষণশীল এই দেশটির পোশাকনীতি উপেক্ষা করে সম্প্রতি পরেন মিনি স্কার্ট ও ছোট একটি জামা। এতে ঝড় ওঠে সৌদি আরবের বিভিন্ন মহলে। পরে ওই নারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় সৌদি প্রশাসন। এর পরপরই তাকে গ্রেফতার করা হয়। খবর সিএনএনের। সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ১৫৫ কিলোমিটার দূরে অবস্থিত নজদ প্রদেশের উসাইকির এলাকার একটি দুর্গের ভেতরে খোলামেলা পোশাক পরে হেঁটে যান ওই নারী। পরে ওই ঘটনার ভিডিও তিনি চ্যাটিং অ্যাপ স্ন্যাপ চ্যাটে প্রকাশ করেন। ভিডিওটি বেশ সাড়া ফেলে সৌদিজুড়ে। দেশটির বেশির ভাগ মানুষ খুলদের ওই কাজের নিন্দা জানান। তারা খুলদকে গ্রেফতার করার জন্য সৌদি প্রশাসনের প্রতি আহ্বান জানান। তবে ওই নারীর প্রশংসাও করেছেন অনেকে। এরপর স্থানীয় সময় সোমবার খুলদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উসাইকিরের গভর্নর ও পুলিশকে নির্দেশ দেয়া হয়। সৌদি আরবে নারীদের পোশাক নির্বাচনের বিষয়ে বেশ সচেতন থাকতে হয়। দেশটির রীতি অনুযায়ী তাদের সাধারণত ‘আবায়া’ নামে ঢিলা-ঢালা ও লম্বা পোশাক পরতে হয়। এ ছাড়া মাথায় পরতে হয় স্কার্ফ।

No comments

Powered by Blogger.