জাকির নায়েকের ভারতীয় পাসপোর্ট বাতিল

ভারতীয় পাসপোর্ট বাতিলের কারণে মালয়েশিয়ার ইসলামি সম্মেলনে যোগ দিচ্ছেন না জাকির নায়েক। শনিবার মালয়েশিয়ার কালান্তান প্রদেশের ইসলামি সম্মেলনে বক্তৃতা দেয়ার কথা ছিল তার। সম্মেলনের আয়োজক কর্তৃপক্ষ প্যান-মালয়েশিয়ান ইসলামি পার্টিকে (পিএএস) উদ্ধৃত করে মালয়েশীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস এবং বহুভাষার এশীয় সংবাদমাধ্যম বেনার নিউজ এ খবর জানিয়েছে। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যমগুলো জাকিরের পাসপোর্ট বাতিল হওয়ার খবর জানায়। সংবাদ মাধ্যমগুলো জানায়, দেশটির জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) সামনে সশরীরে হাজির না হওয়ায় তার পাসপোর্ট বাতিল করা হয়েছে।
এরপরেই জাকিরের পক্ষ থেকে ইসলামি সম্মেলনের আয়োজক পিএএসকে ‘অনিবার্য কারণবশত’ অনুষ্ঠানে যোগ দিতে না পারার কথা জানানো হয়। উগ্রবাদ প্রচারে অর্থায়ন এবং জঙ্গিবাদে উদ্বুদ্ধকরণের অভিযোগে গত বছরের নভেম্বরে জাকিরের গড়া ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে ভারত সরকার। পাশাপাশি তার পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। পরে ভারতের জাতীয় তদন্ত সংস্থা জাকির নায়েক ও তার সহযোগিদের বিরুদ্ধে মামলা করে। চলতি বছরের জানুয়ারিতে তার নামে জারি হয় সমন। এরপর আরও তিনবার সমন জারি হলেও আদালতে যাননি তিনি। উগ্রবাদ প্রচারের অভিযোগে এনআইএ-এর তলবেও সাড়া দেননি এ বক্তা। তদন্তের স্বার্থে দেশে ফেরার নির্দেশ দেয়া হলেও নায়েক ভারতে ফেরেননি।

No comments

Powered by Blogger.