হুমায়ূনের কবরে স্ত্রী সন্তানদের ভালোবাসা

গাজীপুরের নুহাশপল্লীতে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত করেছেন স্ত্রী মেহের আফরোজ শাওন, ছেলে নিশাদ, নিনিত,  লেখকের পরিবার-পরিজন ও হুমায়ুন ভক্তরা। বুধবার বেলা পৌনে ১২টার দিকে লেখকের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এর পর মাওলানা মজিবুর রহমান বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এর আগে মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ঢাকা, গাজীপুর ও আশপাশের এলাকা থেকে শত শত হুমায়ূন ভক্ত নুহাশপল্লীতে ভিড় করেন। তাদের অনেকেই প্রিয় লেখকের কবরে ফুল দেন এবং নিশ্চুপ দাঁড়িয়ে থেকে তার আত্মার মাগফিরাত কামনা করেন। এদিকে হলুদ পাঞ্জাবি ও গেঞ্জি পরিহিত বেশ কিছু 'হিমু' নুহাশ পল্লীতে আসেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরাও নুহাশ পল্লীতে প্রিয় লেখকের কবর জিয়ারত করেন।

No comments

Powered by Blogger.