উত্তর কোরিয়ার জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা

নতুন করে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার সকালে ওনসেন শহরের কাছে ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য স্বল্প পাল্লার ক্ষেপাণাস্ত্রগুলো ছোড়া হয়। দক্ষিণ কোরিয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। নতুন এ গাইডেড ক্ষেপাস্ত্র সমুদ্রপৃষ্ঠে ২০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। গন্তব্যস্থলের কাছাকাছি পৌঁছে ক্ষেপণাস্ত্রটি নিচে নেমে এসে জাহাজে আঘাত করে। ইতিপূর্বে দেশটি কয়েকবার এ ধরনের ক্ষেপনাস্ত্র পরীক্ষা করেছে। তবে তখন পরীক্ষাগুলো সফল হ্য়নি।
বিশেষজ্ঞরা বলছেন, 'উত্তর কোরিয়ার সব ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল না হলেও তারা অব্যাহতভাবে জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এগুলো করছে। এসব ঘটনা আন্তর্জাতিক উদ্বেগ বাড়াচ্ছে।' উত্তর কোরিয়ার বারবার ক্ষেপাণাস্ত্র পরীক্ষা পারমানবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র উন্নত করার অভিপ্রায় এগিয়ে যাচ্ছে বলে আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন হয়ে উঠছে। দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তা রুহ জো-চিয়ন বলছেন, দক্ষিণ কোরিয়া ও আমেরিকা যৌথ সামরিক মহড়া চালানোর পর উত্তর কোরিয়া এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে দক্ষিণ কোরিয়াকে সতর্ক বার্তা দিলো। গত মে মাসে উত্তর কোরিয়া একই স্থান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। সেটি ৪৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল। এদিকে গত শুক্রবার জাতিসংঘ উত্তর কোরিয়ার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উপর জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করেছে।

No comments

Powered by Blogger.