হার্ট সচল রাখবে ব্যাটারিবিহীন ওয়্যারলেস পেসমেকার

চিকিৎসকরা মানবদেহে অনিয়মিত হার্টবিটের চিকিৎসায় পেসমেকার বসিয়ে থাকেন। আর বিজ্ঞানীরা এবার ব্যাটারিবিহীন নতুন ওয়্যারলেস পেসমেকার প্রযুক্তি ডেভেলপ করেছেন, যা এ চিকিৎসাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। জানা যায়, এ পেসমেকারে থাকবে না কোনো ব্যাটারি। ওয়্যারলেস রেডিও ফ্রিকুয়েন্সির মাধ্যমে বাইরে থাকা ব্যাটারির মাধ্যমে চার্জ করা যাবে। এ ছাড়া এ পেসমেকারটি সরাসরি রোগীর হার্টে স্থাপন করা যাবে। হার্টবিটের শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে কাজ করবে এ যন্ত্র। বিশেষজ্ঞরা জানান, বাজারে বিভিন্ন রকমের পেসমেকার রয়েছে।
এসব স্থাপনের পর অনেক সময় রক্তপাত, এমনকি সংক্রমণও হয়ে থাকে। কিন্তু নতুন এ পেসমেকারের ফলে এ ধরনের ভোগান্তিতে পড়তে হবে না রোগীকে। কারণ এটি সরাসরি হার্টে লাগানো যায়। আর এ পেসমেকারটি ৪ মিলিমিটার প্রশস্ত। এ ছাড়া এটি ৮ থেকে ১০ গিগাহার্জের রেঞ্জে চলতে সক্ষম। আর এটি চলতে যে পরিমাণ শক্তি প্রয়োজন, তা রোগীর কাছে থাকা ব্যাটারির মাধ্যমে পেয়ে থাকে। উল্লেখ্য, যাদের হার্টে সমস্যা, তারা এ পেসমেকার ব্যবহার করে থাকেন। এটি বৈদ্যুতিক শক্তির মাধ্যমে হার্টকে সচল রাখে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

No comments

Powered by Blogger.