জেআইটির কাছে ডকুমেন্ট জমা দিচ্ছেন নওয়াজপুত্র

তৃতীয়বারের মতো জয়েন্ট ইনভেস্টিগেঠমন টিমের ( জেআইটি ) সামনে হাজির হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছেলে হোসেন নওয়াজ। জেদ্দা ও দুবাইয়ে কারখানা খোলা ও লন্ডনে এপার্টমেন্ট কেনার বিষয়ে তার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আছে তার বিপরীতে তিনি আজ বৃহস্পতিবার ডকুমেন্ট হাজির করবেন এ টিমের কাছে। উল্লেখ্য, ২৮ শে মে থেকে এর আগে তিনি দুবার এ টিমের সামনে হাজির হয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়, গত ৩০ শে মে জেআইটির সামনে হাজির হয়েছিলেন হোসেন নওয়াজ। সেদিন তাকে ৫ ঘণ্টারও বেশি প্রশ্নবাণে জর্জরিত করা হয়। সেদিনই টিমের ৬ সদস্য তাকে লন্ডনের পার্ক লেনে ৪টি ফ্লাট কেনার বিষয়ে আইনী কাগজপত্র জমা দিতে নির্দেশ দেয়। তাই প্রধানমন্ত্রীর ছেলে সৌদি আরবে আল আজিজিয়া স্টিল মিলস, সংযুক্ত আরব আমিরাতে গালফ স্টিল মিলস প্রতিষ্ঠা, বিক্রির বিষয়ে তথ্য জমা দেবেন। এছাড়া তিনি যুক্তরাজ্য ও কাতারে অন্য যেসব স্টিল কারখানায় ও রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ করেছেন তার সব ডকুমেন্ট হাজির করবেন আদালতে। এ সময় কাতারের যুবরাজ শেখ হামাদ বিন জসিম বিন জাবের আল থানির লেকা একটি চিঠিও হোসেন নওয়াজ ওই টিমের হাতে তুলে দেনে। ওই চিঠিতে কাতারের যুবরাজ বর্ণনা করেছেন, ১৯৮০ এর দশকে হোসেন নওয়াজের দাদা কাতারের আল ঘানি পরিবারের ব্যবসায় বিনিয়োগ করেছেন ১ কোটি ২০ লাখ দিরহাম। তা দিয়ে তিনি যুক্তরাজেচ্য পার্ক লেনে চারটি ফ্লাট কিনেছেন।

No comments

Powered by Blogger.