সম্প্রীতি-সৌহার্দ্য বজায় রেখে কাজ করুন

সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সব ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে- তাহলেই দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। বুধবার সকালে দোহারের রাইপাড়া পালামগঞ্জ প্রাথমিক বিদ্যালয় মাঠে দুস্থ নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণকালে সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী জাতীয় পার্টির অন্যতম প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এসব কথা বলেন। তিনি দিনভর দোহার উপজেলার নয়াবাড়ী, কুসুমহাটী রাইপাড়া, সুতারপাড়া, নারিশা, মুকসুদুর, মাহমুদপুর, বিলাসপুর ইউনিয়ন ও দোহার পৌরসভা এলাকায় নিজ অর্থায়নে প্রায় ১০ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। এ সময় সংসদ সদস্য সালমা ইসলাম বলেন, দোহারের মানুষ নদীভাঙনে অনেক দুর্ভোগের শিকার হয়েছে। তাদের ঘরবাড়ি রক্ষায় অরঙ্গাবাদ থেকে বাহ্রাঘাট পর্যন্ত বাঁধ নির্মাণ শুরু হয়েছে। পরবর্তীতে মৈনট থেকে নারিশা পর্যন্ত নদীশাসনের কাজ শুরু হবে। তাই আপনাদের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দৃঢ় মনোবল নিয়ে কাজ করতে হবে। আমি আপনাদের যে কোনো বিপদ-আপদে সার্বক্ষণিক পাশে ছিলাম, ইনশাআল্লাহ আগামীতেও থাকব।
দোহারে সব শ্রেণী-পেশার মানুষের কল্যাণে এলাকার উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি। আপনাদের সমর্থন ও ভালোবাসা পেলে উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় থাকবে। পবিত্র রমজান শেষে খুশির ঈদ সবার জীবনে আনন্দ বয়ে আনুক এ প্রত্যাশা করি। এ সময় বিলাসপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, মুকশেদপুর ইউপি চেয়ারম্যান এমএ হান্নান, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক মো. সুরুজ আলম, কমরেড আ. বারেক, ঢাকা জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, দোহার উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ডা. আলাউদ্দিন আল আজাদ, সদস্য সচিব আবদুল আলিম, জাতীয় পার্টির নেতা ইয়াকুব মাদবর, হায়দার বেপারী, আফজাল শিকদার, হাজী মনির হোসেন, বশির আহমেদ, ডা. আ. হাকিম, শহিদুল ইসলাম, জানে আলম মেম্বার, গিয়াস উদ্দিন, বাবুল হোসেন, জসিম উদ্দিন পান্নু, ফরিদ হোসেন, রাজিব খান, জুবায়ের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.