চাঁপাইয়ে 'জঙ্গি আস্তানা' সন্দেহে তিনটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার তিনটি গ্রামে 'জঙ্গি আস্তানা’ সন্দেহে তিন বাড়ি ঘিরে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- (র‌্যাব)। মঙ্গলবার গভীর রাত থেকে গোমস্তাপুর উপজেলার  চানপাড়া, চকপোস্তুম ও বালুগ্রাম গ্রামের তিনটি বাড়ি ঘিরে অবস্থান নেয় র‌্যাবের বিপুল পরিমাণ সদস্য। র‌্যাবের ভাষ্য, এদিন রাতে জঙ্গিবিরোধী অভিযানে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিন কেজি গান পাউডার, একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়। ওই তিনজনের দেয়া তথ্যের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলার তিনটি গ্রামের তিনটি বাড়ি ঘিরে অবস্থান নেয় র‌্যাব। আটকরা হলো- সুকুদ্দি, সাইফুল ও জাহাঙ্গীর। তাদের বাড়ি গোমস্তাপুর বলে জানায় র‌্যাব। চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫-এর কোম্পানি কমান্ডার এ কে এম এনামুল করিম জানান, ঘিরে রাখা বাড়িগুলোতে জঙ্গিরা থাকতে থাকতে পারে। এছাড়া ওই বাড়িগুলোতে বিপুল পরিমাণ বিস্ফোরকও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বোমা ডিজপোজাল টিম ঘটনাস্থলে আসার পর পরবর্তী পদক্ষেপ নেয়ার কথা জানান র‌্যাবের এই কর্মকর্তা। উল্লেখ্য, এর আগে গত ২৬ এপ্রিল ভোর থেকে ২৭ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকার একটি বাড়ির 'জঙ্গি আস্তানায়' ঈগল হান্ট অভিযান চালায় আইনশৃংখলা বাহিনী। ওই অভিযানে ভাড়াটিয়া আবুসহ চার জঙ্গি নিহত হয়।  অভিযানে জঙ্গি আবুর স্ত্রী সুমাইয়া ও চার বছরের মেয়ে সাজিদা খাতুনকে উদ্ধার করা হয়।

No comments

Powered by Blogger.