মিন্দানাও দ্বীপে ৬০ দিনের সামরিক আইন জারি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৬০ দিনের জন্য সামরিক আইন জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। উগ্রবাদী গোষ্ঠী আইএসের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষের পর কঠোর এ সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। ফিলিপাইনের কর্মকর্তারা জানিয়েছেন, ওই সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছে। মিন্দানাও দ্বীপের বেশ কয়েকটি মুসলিম গেরিলা সংগঠন কয়েক দশক করে দ্বীপটির জন্য আরো বেশি স্বায়ত্বশাসনের দাবিতে আন্দোলন করে আসছে। প্রেসিডেন্ট দুতার্তে রাশিয়া সফরে থাকা অবস্থায় মিন্দানাওয়ে সামরিক আইন জারির ঘোষণা দেন। এ আইন জারির ফলে এখন সেনাবাহিনী ওই দ্বীপে সম্পূর্ণ স্বাধীনভাবে দমন অভিযান চালাতে এবং যেকোনো ব্যক্তিকে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করে অনির্দিষ্টকালের জন্য আটক রাখতে পারবে। মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতে দুতার্তে তার দেশে তৎপর আইএসসহ অন্যান্য উগ্রবাদী গোষ্ঠীকে দমনের কাজে আরো বেশি অত্যাধুনিক অস্ত্র প্রয়োজন বলে উল্লেখ করেন। দুই লাখ জনসংখ্যা অধ্যুষিত মিন্দানাও দ্বীপের একটি উগ্রবাদী গোষ্ঠী সম্প্রতি আইএসের প্রতি আনুগত্য ঘোষণা করে। এর জের ধরে মঙ্গলবার ওই গোষ্ঠীর নেতাকে আটক করার জন্য ফিলিপাইনের সেনাবাহিনী দ্বীপটির মারাওয়ি শহরে হানা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ফিলিপাইনের প্রতিরক্ষা সচিব দেলফিন লরেঞ্জানা বলেছেন, উগ্রবাদী গোষ্ঠীটির নাম ‘মাউতে’। এই গোষ্ঠীর সদস্যরা একটি হাসপাতাল ও একটি কারাগার দখল করেছে বলেও জানান তিনি। দেলফিন বলেন, উগ্রবাদীরা একটি গির্জাসহ আরো কিছু ভবনে আগুন ধরিয়ে দিয়েছে। ফিলিপাইনের সংবিধান অনুযায়ী, কোনো হামলা বা বিদ্রোহ দমনের জন্য প্রেসিডেন্ট নির্বাহী আদেশে ৬০ দিনের জন্য সামরিক আইন জারি করতে পারেন। তবে পার্লামেন্ট ইচ্ছা করলে ৪৮ ঘন্টার মধ্যে তা বাতিল এবং সুপ্রিম কোর্ট ওই আদেশের বৈধতা খতিয়ে দেখতে পারে।

No comments

Powered by Blogger.