নিয়মরক্ষার ম্যাচেও পাওয়ার আছে অনেক কিছু

আইসিসির ম্যাচ প্রিভিউয়ের শিরোনামে থাকা ‘ডেড রাবার’ শব্দযুগলই বলে দিচ্ছে সব। এক ম্যাচ হাতে রেখেই ত্রিদেশীয় সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। ট্রফির নিষ্পত্তি হয়ে যাওয়ায় সিরিজের দৃষ্টিকোণ থেকে শেষ ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। ডাবলিনের ক্লনটার্ফে সেই নিয়মরক্ষার ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলেও মাশরাফিদের পক্ষে সিরিজ জেতা সম্ভব নয়। তিন দলের সিরিজে দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে। তবে বৃহত্তর ক্যানভাসে এই ম্যাচ থেকেও অনেক কিছু পাওয়ার আছে দু’দলের। ট্রফির সমীকরণ না থাকায় এটা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির আদর্শ প্রস্তুতি ম্যাচ! ১ জুন ইংল্যান্ডে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রাফিতে একই গ্রুপে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ৯ জুন কার্ডিফের সোফিয়া গার্ডেনে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে দেখা হবে দু’দলের। ত্রিদেশীয় সিরিজটা জয় দিয়ে শেষ করতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শুধু মনোবলই চাঙ্গা হবে না, বিদেশের মাটিতে কিউইদের হারানো অধরা স্বপ্নও পূরণ হবে। র‌্যাংকিংয়েরও কিছু হিসাব-নিকাশ রয়েছে। নিউজিল্যান্ডকে হারাতে পারলে এক ধাপ এগিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ের ছয় নম্বরে উঠে যাবে বাংলাদেশ। সেক্ষেত্রে সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলা প্রায় নিশ্চিত হয়ে যাবে।
ত্রিদেশীয় সিরিজে আগের ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে আট উইকেটে দাপুটে জয় নিউজিল্যান্ড-বধের স্বপ্ন দেখাচ্ছে অধিনায়ক মাশরাফি মুর্তজাকে, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে যেভাবে খেলেছি, সেই খেলাটা খেলতে পারলেই নিউজিল্যান্ডকে হারানো সম্ভব।’ সিরিজে দু’দলের প্রথম সাক্ষাতে নিউজিল্যান্ড জিতেছিল চার উইকেটে। দ্বিতীয় সারির দল নিয়ে টানা তিন জয়ের পর কিউইদের লক্ষ্য এখন অজেয় থেকে সিরিজ শেষ করা। শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে উন্নতির গ্রাফটা আরও উঁচুতে তুলে ধরতে চান এই সিরিজের নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের বিপক্ষে আরও উন্নতি করতে চাই আমরা।’ আগের ম্যাচে আয়ারল্যান্ডকে ১৯০ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করা কিউইদের আরও উন্নতির পথে বড় বাধা হতে পারেন মোস্তাফিজুর রহমান। সিরিজে দুই ম্যাচে বোলিংয়ের সুযোগ পেয়ে ছয় উইকেট নিয়েছেন বাংলাদেশের এই বাঁ-হাতি পেসার। পুরনো রূপে ফিরেছেন কাটার মাস্টার। ব্যাট হাতে মোস্তাফিজের মতোই আগুনে ফর্মে আছেন সৌম্য সরকার। সাতক্ষীরার দুই ‘দেশি ভাই’ আজ একসঙ্গে জ্বলে উঠলে কিউইদের অজেয় থাকার স্বপ্ন রূপ নিতে পারে দুঃস্বপ্নে।

No comments

Powered by Blogger.