ম্যানচেস্টারে হামলাকারী লিবীয় তরুণ

ব্রিটেনের পুলিশ ম্যানচেস্টার শহরের অ্যারেনায় সোমবার এক পপ কনসার্টে আত্মঘাতী বোমা হামলাকারীর নাম প্রকাশ করেছে। হামলাকারী ২২ বছর বয়সী সালমান আবেদির জন্ম ম্যানচেস্টারে। তবে তিনি ও তার পরিবার এসেছে লিবিয়া থেকে। খবর বিবিসির। সোমবার রাতের ওই হামলায় ২২ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছেন। এখন পর্যন্ত তিনজন নিহতের নাম প্রকাশ করা হয়েছে। তাদের মধ্যে সাফি রোজ রুসস নামের ৮ বছরের এক কন্যাশিশু রয়েছে। ম্যানচেস্টারের পুলিশ বলছে, সালমান আবেদি এই হামলা একা চালিয়েছে না তার আরও কোনো সহযোগী ছিল, তা অনুসন্ধানে অগ্রাধিকার পাচ্ছে। ধারণা করা হচ্ছে, সালমান আবেদি অ্যারেনার প্রেক্ষাগৃহের চত্বরে ব্রিটিশ সময় রাত সাড়ে ১০টার পর বোমা ফাটিয়ে আত্মঘাতী হন। সে সময় আমেরিকান সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্রান্দের কনসার্ট শেষে তার ভক্তরা হল ছেড়ে বের হচ্ছিল। নিহত আট বছরের সাফি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। আর নিহত জর্জিনা কলেজ ছাত্রী। আহতরা শহরের আটটি হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে ১৬ বছরের কমবয়সী ১২ জন শিশু রয়েছে। বহু মানুষ এখনও নিখোঁজ। প্রধানমন্ত্রী তেরেসা মে তার বাসভবন ডাউনিং স্ট্রিট থেকে এক বিবৃতিতে বলেছেন, এই বোমা হামলা একটা 'নির্মম সন্ত্রাসী হামলা', যার লক্ষ্য ছিল 'অসহায় শিশু-কিশোর'। যুক্তরাজ্যে ২০০৫ সালের ৭ জুলাই চালানো সন্ত্রাসী হামলার পর এটাই সবচেয়ে বড় ধরনের আত্মঘাতী হামলা। ২০০৫ সালের ওই হামলায় ৫২ জন নিহত হয়েছিল।

No comments

Powered by Blogger.