জিতলে ম্যানইউ পাবে ‘ডাবল বোনাস’

‘তুমি আমার ৫২ তাস... তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি।’ বাপ্পা মজুমদারের তুমুল জনপ্রিয় গানটি শোনার কথা নয় হোসে মরিনহোর। তবে গানের কলিগুলো তার জীবনে এখন দারুণ প্রাসঙ্গিক। দুঃসাহসী জুয়াড়ির মতোই ইউরোপা লীগ নিয়ে নিজের ও দলের সর্বস্ব বাজি ধরেছেন ম্যানইউ কোচ। শেষ দানে জিতলে মিলবে ‘ডাবল বোনাস’। আর হারলে আম-ছালা সবই যাবে! সফল নাকি ব্যর্থ- এ মৌসুমটা ম্যানইউর জন্য কীভাবে চিত্রিত হবে, সেটা এখন নির্ভর করছে একটি ম্যাচের ওপর। ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্ট ইউরোপা লীগের ফাইনালে আজ আয়াক্সের মুখোমুখি হবে ম্যানইউ। স্টকহোমের ফ্রেন্ডস অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ। ইউরোপা লীগ জিতলে আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লীগে খেলার সুযোগ পাবে ম্যানইউ। ইংলিশ প্রিমিয়ার লীগে এবার ষষ্ঠ হওয়ায় ইউরোপসেরার অভিজাত আসরে ফেরার এটাই এখন শেষ সুযোগ তাদের জন্য। ইংল্যান্ডের সফলতম দলটি চ্যাম্পিয়ন্স লীগে ফিরতে অবশ্যই মরিয়া। লীগে শীর্ষ চারে থাকতে পারলে সেটা এমনিতেই হয়ে যেত। কিন্তু মৌসুমের শেষভাগে এসে শীর্ষ চারের লড়াই থেকে কার্যত নিজেদের সরিয়ে নিয়ে ইউরোপা লীগকে ধ্যানজ্ঞান করেছে রেডডেভিলরা। প্রিমিয়ার লীগে শেষ কয়েকটি ম্যাচে দ্বিতীয় সারির দল খেলিয়েছেন মরিনহো। তাতে শীর্ষ চারের ট্রেন মিস্ হয়ে যাওয়ায় এখন আর ইউরোপা লীগ জয়ের কোনো বিকল্প নেই তাদের সামনে। পোর্তোর হয়ে ২০০৩ সালে ইউরোপা লীগের আগের সংস্করণ উয়েফা কাপ জিতেছেন মরিনহো। কিন্তু দু’বার চ্যাম্পিয়ন্স লীগজয়ী এই পর্তুগিজ কোচ ইউরোপের দ্বিতীয় সারির টুর্নামেন্টটিকে বরাবরই অবজ্ঞা করেছেন। ২০১৩ সালে দ্বিতীয় মেয়াদে চেলসির দায়িত্ব নেয়ার পর বড় গলায় বলেছিলেন,
‘আমি ইউরোপা লীগ জিততে চাই না। এটা আমি এক ধরনের ব্যর্থতা মনে করি।’ আগের মৌসুমে রাফায়েল বেনিতেজের অধীনে চেলসির ইউরোপা লীগ জয়কে খাটো করে দেখতেই মরিনহোর এই মধুবচন! ভাগ্যের কী নির্মম পরিহাস, সেই মরিনহোকেই আজ ইউরোপা লীগের জন্য সর্বস্ব বাজি ধরতে হচ্ছে! ট্রফি দূরে থাক, এর আগে কখনও ইউরোপা লীগের ফাইনালেও উঠতে পারেনি ম্যানইউ। এই একটি ট্রফিই শুধু তাদের ঝুলিতে নেই। এবার সেই অপূর্ণতা ঘুচিয়ে এক ঢিলে দুই পাখি মারার স্বপ্ন দেখছেন দলের স্প্যানিশ মিডফিল্ডার। হুয়ান মাতা, ‘ইউরোপা লীগ জিতলে সেটা হবে ডাবল বোনাস। একটি ট্রফির সঙ্গে মিলবে চ্যাম্পিয়ন্স লীগের টিকিট। সুতরাং ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যানইউর মতো দলের প্রতি মৌসুমেই চ্যাম্পিয়ন্স লীগে খেলা উচিত।’ লীগে সুবিধা করতে না পারলেও ম্যানইউ এবার লীগ কাপ জিতেছে। ডিফেন্ডার ফিল জোন্সের দাবি, কিছু না জিতে শীর্ষ চারে থাকার চেয়ে দুটি ট্রফি নিয়ে ভিন্নপথে চ্যাম্পিয়ন্স লীগে ফেরাটা ঢের ভালো। খোঁচাটা স্পষ্ট। শীর্ষ চারে থাকা টটেনহ্যাম, ম্যানসিটি ও লিভারপুল এবার কোনো ট্রফি জিততে পারেনি! চোট তাকে দর্শক বানিয়ে দিলেও নিজের দেশে ফাইনালে দলকে উজ্জীবিত করতে স্টকহোমে যাচ্ছেন ম্যানইউর সুইডিশ ফরোয়ার্ড জ­াটান ইব্রাহিমোভিচ। ওদিকে ২১ বছর পর কোনো ইউরোপিয়ান টুর্নামেন্টের ফাইনালে ওঠা আয়াক্স জপছে উপভোগের মন্ত্র। তারুণ্যনির্ভর দল নিয়ে উপভোগের ফুটবল খেলেই বাজিমাত করতে চান আয়াক্স কোচ পিটার বজ, ‘আমি কোনো চাপ অনুভব করছি না। সবাই এ ধরনের ম্যাচের স্বপ্ন দেখে। আমাদের জন্য এটা চাপ নয়, শুধুই একটি বড় সুযোগ। বিশাল বাজেটের কারণে ম্যানইউ হয়তো চাপে থাকবে। আমরা শুধু উপভোগের ফুটবল খেলে জিততে চাইব।’ এএফপি/ওয়েবসাইট।

No comments

Powered by Blogger.