হাওরের বিপর্যয় নিয়ে গণমাধ্যমগুলো সঠিক তথ্য দেয়নি : পানিসম্পদমন্ত্রী

হাওরের বিপর্যয় নিয়ে দেশের গণমাধ্যমগুলো সঠিক তথ্য দেয়নি বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। এছাড়া এ নিয়ে পানি বিশেষজ্ঞরাও সত্য কথা বলেননি বলেও তিনি মন্তব্য করেন। আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নদীভাঙন পূর্বাভাসবিষয়ক এক গবেষণা প্রতিবেদনের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, হাওরে বন্যা হয়েছে অতিবৃষ্টির কারণে। ভারতের চেরাপুঞ্জিতে স্মরণকালের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। হাওরের বাঁধের উচ্চতা সাড়ে ছয় মিটার। পানি বয়ে গেছে সাত মিটার ওপর দিয়ে। ফলে অসময়ের এই বৃষ্টির কারণেই ফসলহানি হয়েছে। তবে তাঁরা শুধু পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি নিয়ে কথা বলেছেন।

No comments

Powered by Blogger.