কলকাতার হারে বেঁচে রইল পাঞ্জাবের স্বপ্ন

অবশেষে থামল কলকাতা নাইট রাইডার্সের জয়রথ। মোহালিতে মঙ্গলবার রাতে তারা কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ১৪ রানে হেরে গেছে। এই জয়ে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার দলের প্লে-অফ খেলার সম্ভাবনা দেখা দিয়েছে। ১২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১২। সমানসংখ্যক ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এক ম্যাচ বেশি খেলা কলকাতা নাইট রাইডার্স ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। বলিউড কিং শাহরুখ খানের দলের চেয়ে এক ম্যাচ কম খেলে তৃতীয় রাইজিং পুনে সুপারজায়ান্টসের পয়েন্টও ১৬।
১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এরপরই আজকের জয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে কিংস ইলেভেন পাঞ্জাব। টস জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ে পাঠায় কেকেআর। অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল (৪৪) আর ঋদ্ধিমান সাহার (৩৮) ব্যাটে ভর করে তারা ৬ উইকেটে করে ১৬৭ রান। এই লক্ষ্য তাড়া করতে গিয়ে ওপেনিং জুটিতে ভালো শুরু পেলেও বাকিদের ব্যর্থতায় ৬ উইকেটে ১৫৩ রানে থামে গৌতম গম্ভীররা। দলের পক্ষে ৫২ বলে সর্বোচ্চ ৮৪ রান করে রানআউট হন ক্রিস লিন। এছাড়া সুনীল নারিন ও মানিষ পাণ্ডে ১৮ রান করে করেন। কিংস ইলেভেনের পক্ষে ২টি করে উইকেট নেন মোহিত শর্মা ও রাহুল তিওয়াতিয়া। একটি উইকেট পান ম্যাট হেনরি। ম্যাচ সেরা হন কিংস ইলেভেন পাঞ্জাবের মোহিত শর্মা।

No comments

Powered by Blogger.